১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

সিটি ব্যাংকের ডিভিডেন্ড অনুমোদন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / ১০৩১২ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ রোববার (২৯ জুন) ভার্চুয়াল প্ল্যাটফর্মে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার সভাপতিত্ব করেন। এজিএম বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজিজ আল কায়সার তার স্বাগত বক্তব্যে জানান, ২০২৫ সালে সিটি ব্যাংক ১ হাজার ১৪ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে। এটি আগের বছরের ৬৩৮ কোটি টাকার তুলনায় ৫৮.৯ শতাংশের বেশি।

তিনি আরও উল্লেখ করেন, ব্যাংকের চলতি ও সঞ্চয়ী আমানতের পরিমাণ ২০২৪ সালের শেষে মোট আমানতের ৪৫ শতাংশে উন্নীত হয়েছে, যেখানে চার বছর আগে এই হার ছিল মাত্র ৪২ শতাংশ। তিনি মন্তব্য করেন, চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও ব্যাংক দৃঢ়তা ও গতিশীলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বলেন, ২০২৪ সালে আমরা টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, ডিজিটাল ফার্স্ট উদ্যোগ, রিটেইল ও এসএমই খাতের বৈচিত্র্য এবং সম্পদের গুণগতমান রক্ষা—এসব কৌশলের ওপর গুরুত্ব দিয়েছি। ২০২৫ সালে আমাদের লক্ষ্য হচ্ছে সম্প্রসারণ, উদ্ভাবন এবং গ্রাহক সম্পৃক্ততা আরও বাড়ানো।

আরও পড়ুন: বোনাস বিওতে পাঠিয়েছে আইডিএলসি ফাইন্যান্স

সভায় পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ১২.৫০ শতাংশ নগদ এবং ১২.৫০ শতাংশ স্টক মিলিয়ে মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন করেন। এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডাররা ব্যাংকের সার্বিক কার্যক্রম নিয়ে মতামত দেন, বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং পরিশেষে তা অনুমোদন করেন।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ এবং পরিচালকবৃন্দ রুবেল আজিজ, হোসেন মেহমুদ, সৈয়দা শায়রীন আজিজ, সাভেরা এইচ মাহমুদ, রেবেকা ব্রোসন্যান, স্বতন্ত্র পরিচালক মতিউল ইসলাম নওশাদ ও কোম্পানি সেক্রেটারি মো. কাফি খান।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সিটি ব্যাংকের ডিভিডেন্ড অনুমোদন

আপডেট: ১১:২৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ রোববার (২৯ জুন) ভার্চুয়াল প্ল্যাটফর্মে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার সভাপতিত্ব করেন। এজিএম বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজিজ আল কায়সার তার স্বাগত বক্তব্যে জানান, ২০২৫ সালে সিটি ব্যাংক ১ হাজার ১৪ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে। এটি আগের বছরের ৬৩৮ কোটি টাকার তুলনায় ৫৮.৯ শতাংশের বেশি।

তিনি আরও উল্লেখ করেন, ব্যাংকের চলতি ও সঞ্চয়ী আমানতের পরিমাণ ২০২৪ সালের শেষে মোট আমানতের ৪৫ শতাংশে উন্নীত হয়েছে, যেখানে চার বছর আগে এই হার ছিল মাত্র ৪২ শতাংশ। তিনি মন্তব্য করেন, চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও ব্যাংক দৃঢ়তা ও গতিশীলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বলেন, ২০২৪ সালে আমরা টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, ডিজিটাল ফার্স্ট উদ্যোগ, রিটেইল ও এসএমই খাতের বৈচিত্র্য এবং সম্পদের গুণগতমান রক্ষা—এসব কৌশলের ওপর গুরুত্ব দিয়েছি। ২০২৫ সালে আমাদের লক্ষ্য হচ্ছে সম্প্রসারণ, উদ্ভাবন এবং গ্রাহক সম্পৃক্ততা আরও বাড়ানো।

আরও পড়ুন: বোনাস বিওতে পাঠিয়েছে আইডিএলসি ফাইন্যান্স

সভায় পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ১২.৫০ শতাংশ নগদ এবং ১২.৫০ শতাংশ স্টক মিলিয়ে মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন করেন। এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডাররা ব্যাংকের সার্বিক কার্যক্রম নিয়ে মতামত দেন, বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং পরিশেষে তা অনুমোদন করেন।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ এবং পরিচালকবৃন্দ রুবেল আজিজ, হোসেন মেহমুদ, সৈয়দা শায়রীন আজিজ, সাভেরা এইচ মাহমুদ, রেবেকা ব্রোসন্যান, স্বতন্ত্র পরিচালক মতিউল ইসলাম নওশাদ ও কোম্পানি সেক্রেটারি মো. কাফি খান।

ঢাকা/এসএইচ