১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত এক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • / ১০৪৬৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। আজ শনিবার (২৭ মে) সকালে হাটিকুমরুল-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার চকিদাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মৃত ব্যক্তি রায়গঞ্জ উপজেলার নলকা এলাকার মোকসেদ আলী শেখের ছেলে মোহাম্মদ আলী (৪২)। আহতদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানান, শনিবার সকালে হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে একটি যাত্রীবাহী সিএনজি উল্লাপাড়ার দিকে যাচ্ছিলো। পরে চকিদাহ ব্রিজ এলাকায় পৌছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলী মারা যান। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও চার যাত্রী আহত হয়েছেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে হেলপার ও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: ‘রাষ্ট্রদূতদের এসকর্ড সুবিধা ফেরত দেওয়ার খবরটি গুজব’

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত এক

আপডেট: ০৩:০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। আজ শনিবার (২৭ মে) সকালে হাটিকুমরুল-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার চকিদাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মৃত ব্যক্তি রায়গঞ্জ উপজেলার নলকা এলাকার মোকসেদ আলী শেখের ছেলে মোহাম্মদ আলী (৪২)। আহতদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানান, শনিবার সকালে হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে একটি যাত্রীবাহী সিএনজি উল্লাপাড়ার দিকে যাচ্ছিলো। পরে চকিদাহ ব্রিজ এলাকায় পৌছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলী মারা যান। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও চার যাত্রী আহত হয়েছেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে হেলপার ও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: ‘রাষ্ট্রদূতদের এসকর্ড সুবিধা ফেরত দেওয়ার খবরটি গুজব’

ঢাকা/এসএ