০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪

সীমিত পরিসরে খোলা থাকছে শেয়ারবাজার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:৩১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
  • / ৪৫৩০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক লকডাউনের মধ্যেও সীমিত ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই ধরাবাহিকতায় ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে শেয়ারবাজারে লেনদেন চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলাপ করে বিএসইসির এ সিদ্ধান্ত নিয়েছে।

বিএসইসির সিদ্ধান্তু অনুযায়ী, লকডাউনের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চলবে। এছাড়া, যথারীতি প্রি-ওপেনিং বন্ধ থাকছে এবং ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

ফলে বুধবার (১৪ এপ্রিল) পয়েলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকায় শেয়ারবাজার বন্ধ থাকবে। এরপরে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি নতুন সিদ্ধান্ত অনুযায়ী শেয়ারবাজারে লেনদেন চালু থাকবে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকো বলেন, ‘যেহেতু ব্যাংকিং কার্যক্রম চলবে, সেহেতু শেয়ারবাজারে খোলা থাকবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।’

ঢাকা/এনইউ

শেয়ার করুন

x

সীমিত পরিসরে খোলা থাকছে শেয়ারবাজার

আপডেট: ০৯:৩১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক লকডাউনের মধ্যেও সীমিত ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই ধরাবাহিকতায় ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে শেয়ারবাজারে লেনদেন চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলাপ করে বিএসইসির এ সিদ্ধান্ত নিয়েছে।

বিএসইসির সিদ্ধান্তু অনুযায়ী, লকডাউনের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চলবে। এছাড়া, যথারীতি প্রি-ওপেনিং বন্ধ থাকছে এবং ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

ফলে বুধবার (১৪ এপ্রিল) পয়েলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকায় শেয়ারবাজার বন্ধ থাকবে। এরপরে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি নতুন সিদ্ধান্ত অনুযায়ী শেয়ারবাজারে লেনদেন চালু থাকবে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকো বলেন, ‘যেহেতু ব্যাংকিং কার্যক্রম চলবে, সেহেতু শেয়ারবাজারে খোলা থাকবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।’

ঢাকা/এনইউ