০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

সুবিধামতো বাতিল করা যাবে একাধিক জন্মসনদ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • / ১০৩৫৫ বার দেখা হয়েছে

একজন ব্যক্তির অনলাইনে একাধিক জন্মসনদ থাকলে অপ্রয়োজনীয়টি বাতিলের ক্ষেত্রে নতুন নিয়ম আনা হয়েছে। এর ফলে যাদের অনলাইনে একাধিক জন্মসনদ আছে নতুন নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি সুবিধামতো যেকোনো একটি জন্মসনদ রেখে বাকিগুলো বাতিল করতে পারবেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সম্প্রতি নতুন নিয়মের বিষয়ে সারা দেশের সকল নিবন্ধন কার্যালয়, সকল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সকল জেলা প্রশাসকের কার্যালয় ও সকল উপজেলা নির্বাহী অফিসারদের কাছে চিঠি পাঠিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন।

এতে বলা হয়েছে, জন্ম ও মৃত্যুনিবন্ধন সফটওয়্যার (বিডিআরআইএস)-এ অপ্রয়োজনীয় সনদ বাতিলের অপশন চালু করা হয়েছে। এই সুবিধার মাধ্যমে কোনো ব্যক্তি তার অব্যবহৃত ও অপ্রয়োজনীয় জন্মসনদগুলো বাতিল করে নিতে পারেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, একাধিক সনদধারী ব্যক্তি তার বাতিলযোগ্য মূল সনদসহ তার সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে (যেখান থেকে পূর্বে নিবন্ধনকরণ ও সনদ গ্রহণ করা হয়েছিল) হাজির হবেন। কার্যালয়ের নিবন্ধক সহকারী দাখিল করা জন্মসনদগুলো অনলাইনে যাচাই করে তার আইডি থেকে নির্ধারিত ফি নিয়ে অনলাইনে বাতিল আবেদন সম্পন্ন করবেন। এরপর তিনি নিবন্ধক আবেদন গ্রহণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য অনলাইন সিস্টেমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের (রেজিস্ট্রার জেনারেল) কাছে পাঠাবেন এবং দাখিল করা মূল জন্মসনদগুলো বিনষ্ট করবেন।

আরও পড়ুন: সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

শেষ ধাপে রেজিস্ট্রার জেনারেলের আইডি থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আবেদনটির নিষ্পত্তি হবে বলেও চিঠিতে জানান হয়।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সুবিধামতো বাতিল করা যাবে একাধিক জন্মসনদ

আপডেট: ০৫:১৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩

একজন ব্যক্তির অনলাইনে একাধিক জন্মসনদ থাকলে অপ্রয়োজনীয়টি বাতিলের ক্ষেত্রে নতুন নিয়ম আনা হয়েছে। এর ফলে যাদের অনলাইনে একাধিক জন্মসনদ আছে নতুন নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি সুবিধামতো যেকোনো একটি জন্মসনদ রেখে বাকিগুলো বাতিল করতে পারবেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সম্প্রতি নতুন নিয়মের বিষয়ে সারা দেশের সকল নিবন্ধন কার্যালয়, সকল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সকল জেলা প্রশাসকের কার্যালয় ও সকল উপজেলা নির্বাহী অফিসারদের কাছে চিঠি পাঠিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন।

এতে বলা হয়েছে, জন্ম ও মৃত্যুনিবন্ধন সফটওয়্যার (বিডিআরআইএস)-এ অপ্রয়োজনীয় সনদ বাতিলের অপশন চালু করা হয়েছে। এই সুবিধার মাধ্যমে কোনো ব্যক্তি তার অব্যবহৃত ও অপ্রয়োজনীয় জন্মসনদগুলো বাতিল করে নিতে পারেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, একাধিক সনদধারী ব্যক্তি তার বাতিলযোগ্য মূল সনদসহ তার সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে (যেখান থেকে পূর্বে নিবন্ধনকরণ ও সনদ গ্রহণ করা হয়েছিল) হাজির হবেন। কার্যালয়ের নিবন্ধক সহকারী দাখিল করা জন্মসনদগুলো অনলাইনে যাচাই করে তার আইডি থেকে নির্ধারিত ফি নিয়ে অনলাইনে বাতিল আবেদন সম্পন্ন করবেন। এরপর তিনি নিবন্ধক আবেদন গ্রহণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য অনলাইন সিস্টেমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের (রেজিস্ট্রার জেনারেল) কাছে পাঠাবেন এবং দাখিল করা মূল জন্মসনদগুলো বিনষ্ট করবেন।

আরও পড়ুন: সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

শেষ ধাপে রেজিস্ট্রার জেনারেলের আইডি থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আবেদনটির নিষ্পত্তি হবে বলেও চিঠিতে জানান হয়।

ঢাকা/এসএ