১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

সুস্থ হয়ে বাসায় ফিরলেন জাদুশিল্পী জুয়েল আইচ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
  • / ১০২৯৭ বার দেখা হয়েছে

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন জাদুশিল্পী জুয়েল আইচ। শনিবার বেলা দেড়টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বলে সমকালকে নিশ্চিত করেছেন জুয়েল আইচের স্ত্রী বিপাশা আইচ।

তিনি বলেন, ‌‘করোনার যে ঝুঁকি ছিল, তা থেকে আপাতত মুক্ত জুয়েল আইচ। শারীরিক অবস্থাও বেশ ভালো। তাই চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিয়েছে। তবে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও বাসায় ফিরে চিকিৎসকদের পরামর্শেই চলতে হবে তাকে। খাবারেও পরিবর্তন আনতে হবে।’

গত ৪ নভেম্বর জ্বরে আক্রান্ত হন জুয়েল আইচ। জ্বরের মাত্রা বাড়তে থাকায় তার নমুনা পরীক্ষা করালে জানা যায় তিনি কোভিড-১৯ পজিটিভ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে সন্তোষজনক সেবা না পাওয়ায় হাসপাতাল বদলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হলে আইসিইউতে নেওয়া হয় তাকে।

সপরিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জুয়েল আইচ। তার স্ত্রী ও মেয়ে সুস্থ হয়ে উঠলেও জুয়েল আইচকে ভর্তি হতে হয় হাসপাতালে।

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সুস্থ হয়ে বাসায় ফিরলেন জাদুশিল্পী জুয়েল আইচ

আপডেট: ০৫:০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন জাদুশিল্পী জুয়েল আইচ। শনিবার বেলা দেড়টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বলে সমকালকে নিশ্চিত করেছেন জুয়েল আইচের স্ত্রী বিপাশা আইচ।

তিনি বলেন, ‌‘করোনার যে ঝুঁকি ছিল, তা থেকে আপাতত মুক্ত জুয়েল আইচ। শারীরিক অবস্থাও বেশ ভালো। তাই চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিয়েছে। তবে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও বাসায় ফিরে চিকিৎসকদের পরামর্শেই চলতে হবে তাকে। খাবারেও পরিবর্তন আনতে হবে।’

গত ৪ নভেম্বর জ্বরে আক্রান্ত হন জুয়েল আইচ। জ্বরের মাত্রা বাড়তে থাকায় তার নমুনা পরীক্ষা করালে জানা যায় তিনি কোভিড-১৯ পজিটিভ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে সন্তোষজনক সেবা না পাওয়ায় হাসপাতাল বদলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হলে আইসিইউতে নেওয়া হয় তাকে।

সপরিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জুয়েল আইচ। তার স্ত্রী ও মেয়ে সুস্থ হয়ে উঠলেও জুয়েল আইচকে ভর্তি হতে হয় হাসপাতালে।