সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

- আপডেট: ০৩:১৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ১০২৫১ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩১ আগস্ট) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে বেড়েছে লেনদেন। সেই সাথে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭৬ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৯৪ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২০ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৩৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৩ পয়েন্টে।
আরও পড়ুন: গেইনারের শীর্ষে বে লিজিং
এদিন ডিএসইতে মোট ১ হাজার ২৯৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৩২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০১ টির, কমেছে ১৪১ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫৬ টি কোম্পানির বাজারদর।
ঢাকা/এসএইচ