সূচকের উত্থান, লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ৬৩ কোটি টাকা

- আপডেট: ০৩:১৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ১০৩৬৭ বার দেখা হয়েছে
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক বেড়েছে ৯১ পয়েন্ট। একই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ ১০৬৩ কোটি টাকা ছাড়িয়েছে। এর আগে গত বছরের ১৪ আগস্ট লেনদেন হয়েছিলো ১২৪৩ কোটি টাকা। এরপর ১১মাস ১৭ দিন পর আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯১ দশমিক ২১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৬ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১১৭০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪৮ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ২১১৪ পয়েন্টে অবস্থান করেছে।
আরও পড়ুন: বোর্ড সভার তারিখ জানালো এনসিসি ব্যাংক
আজ ডিএসইতে ১০৬৩ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৪৩ কোটি ১৬ লাখ ১২ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫০টি কোম্পানির, বিপরীতে ৭৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
ঢাকা/এসএইচ