সূচকের পতনেও লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি

- আপডেট: ০৪:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- / ১০৪১৬ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার (১০ জুলাই) প্রধান মূল্য সূচকের পতনে লেনদেনের সমাপ্তি হয়েছে। আজ ডিএসইতে সূচক ১৩ পয়েন্ট কমলেও ১৬২ কোটি টাকা লেনদেন বেড়েছে। এদিন ডিএসইর লেনদেন হাজার কোটির ঘর ছাড়িয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সোমবার ডিএসইতে ১ হাজার ৮৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৬২ কোটি ৫৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৯২১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির বা ৯.৯ শতাংশ, কমেছে ১৫৯টির বা ৪২.৫ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টির বা ৪৭.৬ শতাংশ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩২৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯০ পয়েন্টে।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের অনাগ্রহের শীর্ষে অলিম্পিক এক্সেসরিসের শেয়ার
অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০৩ পয়েন্টে। এদিন সিএসইতে ২৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১০ কোটি ৫৪ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে সিএসইতে ১৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ২১৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪০টি, কমেছে ৯৯টি এবং অপরিবর্তিত ছিল ৭৮টির।
ঢাকা/এসএ