সূচকের পতনে কমেছে লেনদেন

- আপডেট: ০৩:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
- / ১০৫২৭ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা তিন কর্মদিবসে মূল্য সূচকের উত্থানের পর আজ বৃহস্পতিবার (৯ মার্চ) পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর সূচকের সাথে কমছে টাকার অংকে লেনদেনের পরিমাণও। আজ ডিএসইর ডিএসইএস ও ডিএস৩০ সূচক বাড়লেও কমেছে প্রধান সূচক ডিএসইএক্স। এদিন ডিএসইতে ১৬৮ কোম্পানির বা ৫১ শতাংশ শেয়ার অপরিবর্তিত ছিল। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনেদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ ডিএসইতে ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১০৩ কোটি ৮৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গত কার্যদিবসে ডিএসইতে ৬৪৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক সূচক শূন্য দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানিয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৭টি এবং কমেছে ১১৩টির। অপরিবর্তিত ছিল ১৬৮টির।
অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৫০ পয়েন্টে।
এদিন সিএসইতে ৯ কোটি ৮৩ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১০ কোটি ৩২ লাখ টাকা কম। গত কার্যদিবসে সিএসইতে ২০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ১৪৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৯টি, কমেছে ৪৬টি এবং অপরিবর্তিত ছিল ৬৪টির।
ঢাকা/টিএ