সূচকের পতনে চলছে লেনদেন

- আপডেট: ১১:৫৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ১০৩২৩ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৯ মার্চ) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৬৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭ টির, দর কমেছে ১৭৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১২ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১০০ কোটি ৭৬ লাখ টাকা।
আরও পড়ুন: ৫০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫১০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪ টির, দর কমেছে ৪৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৯৮ কোটি ২৯ লাখ টাকা।
ঢাকা/এসএইচ