সূচকের পতনে সর্বোচ্চ দায় চার কোম্পানির

- আপডেট: ০২:৪৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ১০৪৭৫ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার (৩ এপ্রিল) প্রধান মূল্য সূচক চার পয়েন্ট কমেছে। আজ ডিএসইতে সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে ৪৩ কোটি। মূলত চার কোম্পানির করণেই আজ ডিএসইর সূচকের পতন হয়েছে। সূচকের পতনে চার কোম্পানির সম্বলিত অবদান ছিল ৬.২৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন। ডিএসই, সিএসই ও আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ডিএসইতে ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির বা ১৬.৩ শতাংশ, কমেছে ৬৯টির বা ২০.৮ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ২০৮টির বা ৬২.৮ বা শতাংশ কোম্পানির।
আজ ডিএসইতে ৫৭৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৩ কোটি ৯৭ টাকা বেশি লেনদেন হয়েছে। গত কার্যদিবসে ডিএসইতে ৫৩১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সূত্র মতে, সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান বিকন ফার্মার। সূচকের পতনে কোম্পানিটির অবদান ছিল ৩.৬০ পয়েন্ট। আজ কোম্পানিটিতে ২ কোটি ৭৩ লাখ টাকা লেনদেন হয়েছে। কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৫০.৪ টাকা। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৫৬.৬ টাকা। অর্থাৎ কোম্পানিটির দর কমেছে ৬.১ টাকা বা ২.৩৮ শতাংশ।
আরও পড়ুন: ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু আজ
এর পরের স্থানে রয়েছে জেএমআই হসপিটাল। সূচক পতনে কোম্পানিটির অবদান ছিল ০.৯৬ পয়েন্ট। আজ কোম্পানিটিতে ৯ কোটি ৪০ লাখ টাকা লেনদেন হয়েছে। কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৭৭.২ টাকা। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৮০.২ টাকা। অর্থাৎ কোম্পানিটির দর কমেছে ৩ টাকা বা ৩.৭৪ শতাংশ।
০.৮৭ পয়েন্ট সূচক কমায় অবদান রেখে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপার। আজ কোম্পানিটিতে ৫ কোটি ৬২ লাখ টাকা লেনদেন হয়েছে। কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৬২৫.৪ টাকা। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৬৩৫.৮ টাকা। অর্থাৎ কোম্পানিটির দর কমেছে ১০.৪ টাকা বা ১.৬৪ শতাংশ।
চতুর্থ স্থানে থাকা ইস্টার্ন হাউজিং সূচক কমায় অবদান রেখেছে ০.৮১ পয়েন্ট। আজ কোম্পানিটিতে ৩০ কোটি ৫৪ লাখ টাকা লেনদেন হয়েছে। কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১০৭.৫ টাকা। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১১০.৯ টাকা। অর্থাৎ কোম্পানিটির দর কমেছে ৩.৪ টাকা বা ৩.০৭ শতাংশ।
আরও পড়ুন: ‘পুঁজিবাজার উন্নয়নে সরকারের সর্বোচ্চ পর্যায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে’
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ২০৭ পয়েন্টে নিয়ে আগের অবস্থানে দাঁড়িয়ে আছে।
অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১৬ পয়েন্টে। এদিন সিএসইতে ১১ কোটি ৮৪ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৪ কোটি ৭৮ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে সিএসইতে ৭ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ১৩৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৮টি, কমেছে ৩৫টি এবং অপরিবর্তিত ছিল ৬১টির।
ঢাকা/এসএ