সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন

- আপডেট: ০৩:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ১০৩৭৪ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৭ এপ্রিল) মূল্যসূচকের মিশ্রপ্রতিক্রিয়ায় সামান্য বেড়েছে লেনদেন। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০৮ দশমিক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৫ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩০ পয়েন্টে।
আরও পড়ুন: আইপিও এবং সম্পর্কিত আইনের খসড়া সুপারিশের উপর মতামত আহ্বান
এদিন ডিএসইতে মোট ৪৬৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪১৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০ টির, কমেছে ১৯১ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫৭ টি কোম্পানির বাজারদর।
ঢাকা/এসএইচ