সূচকের সামান্য উত্থানে লেনদেন বেড়েছে

- আপডেট: ০৩:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১০৩১৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেড়েছে লেনদেনে। তবে শেয়ার দর হারিয়েছে বেশির ভাগ কোম্পানি। দিন শেষে আজ ৪৮.৩৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
জানা যায়, আজ ১৭ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ৪.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৬০.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৮৪.১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৮৩.২৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৮.৩৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩৮ কোটি ৪৬ লাখ ৯৮ হাজার ৫৫১টি শেয়ার ২ লাখ ১২ হাজার ৭৮০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫০৭ কোটি ২ লাখ ৬২ হাজার টাকা।
গতকাল ১৬ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৬৫ শতাংশ বা ১১৫.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৫৬.৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৯.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৮৪.৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩১.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৯১.২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৯টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৮.২৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪০ কোটি ৫৪ লাখ ৯৪ হাজার ১২৯টি শেয়ার ২ লাখ ৪ হাজার ২৩৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৯১ কোটি ৮৫ লাখ ৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৫ কোটি ১৭ লাখ ৫৭ হাজার টাকা।
এ দিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৬ শতাংশ বা ৩৪.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬৭৩.১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩৮টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ১০০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৫ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৫৬৮ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ১০ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৪৬৮ টাকা।
ঢাকা/এমটি