সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় লেনদেন ৪২৭ কোটি টাকা

- আপডেট: ১১:৪৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / ১০২৬৬ বার দেখা হয়েছে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ৪২৭ কোটি ০২ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, সোমবার (১১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪২২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৩ পয়েন্ট ১৭ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৯০ ও ২১০৫ পয়েন্টে।
আরও পড়ুন: পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৮টি, কমেছে ১১৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ারের।
ঢাকা/এসএইচ