সূচক কমলেও বেড়েছে লেনদেন

- আপডেট: ০৩:৫৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / ১০৪৮১ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (১৪ জুন) মূল্য সূচকের পতনে লেনদেনের সমাপ্তি। আজ ডিএসইতে সূচক কমলেও বেড়েছে লেনদেন। এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৪ কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ডিএসইতে ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির বা ১৩.৪ শতাংশ, কমেছে ১১৭টির বা ৩৪.৮ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির বা ৫১.৮ বা শতাংশ কোম্পানির।
আজ ডিএসইতে ৭২৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫৪ কোটি ১৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গত কার্যদিবসে ডিএসইতে ৬৬৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৯৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৫ পয়েন্টে।
আরও পড়ুন: আট হাজার ৪৩ কোটি টাকার ইক্যুইটিকে শেয়ারে পরিণত করবে পাওয়ার গ্রীড
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৭২ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ১৫ কোটি ৭৩ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৬ কোটি ৪ লাখ টাকা বেড়েছে। গত কার্যদিবসে সিএসইতে ৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন সিএসইতে ২১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ৮৯টির ও অপরিবর্তিত রয়েছে ৯৫টির দাম।
ঢাকা/এসএ