০৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

সেপ্টেম্বরে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত ট্রেন চলবে: রেলমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / ১০৪২৪ বার দেখা হয়েছে

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বর মাসের একটি সুবিধাজনক সময়ে এটি উদ্বোধন করবেন।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতুর মাওয়া স্টেশনে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানান তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, আমরা পদ্মা সেতুর উপর দিয়ে আজ ভ্রমণ করেছি। আমাদের সঙ্গে রেল মন্ত্রণালয়ের, প্রকল্প সংশ্লিষ্ট, জনপ্রতিনিধিসহ অনেকেই ছিলেন। প্রকল্পের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বপ্নের পদ্মা সেতুতে রেল সংযোগ আজ বাস্তবায়িত হয়েছে।

তিনি বলেন, পুরো প্রকল্পের অগ্রগতি ৭৪ শতাংশের বেশি। আর পুরো প্রকল্পকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। ঢাকা থেকে মাওয়া অংশের অগ্রগতির ৭২.৫ শতাংশ, মাওয়া থেকে ভাঙ্গা অংশের অগ্রগতি ৯১ শতাংশ এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত অংশের অগ্রগতি ৬৮ শতাংশ।

আরও পড়ুন: আঞ্চলিক মহাসড়কে টোল আদায় করা হবে: প্রধানমন্ত্রী

তিনি বলেন, আমরা ৪৫টি কোচ পেয়েছি। আরও ৫৫টি কোচ আমাদের পাওয়ার অপেক্ষায় রয়েছে। আমরা যে পরিকল্পনা নিয়েছিলাম আশা করছি, সেগুলো যুক্ত করতে পারব।

প্রকল্প ব্যয় বাড়তে পারে কিনা এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রকল্পের ব্যয় বাড়ার বিষয়টি এখনই বলা যাচ্ছে না। আগামী জুনে হয়ত বলা যাবে প্রকল্পের ব্যয় বাড়বে কি না।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সেপ্টেম্বরে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত ট্রেন চলবে: রেলমন্ত্রী

আপডেট: ০৪:৫৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বর মাসের একটি সুবিধাজনক সময়ে এটি উদ্বোধন করবেন।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতুর মাওয়া স্টেশনে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানান তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, আমরা পদ্মা সেতুর উপর দিয়ে আজ ভ্রমণ করেছি। আমাদের সঙ্গে রেল মন্ত্রণালয়ের, প্রকল্প সংশ্লিষ্ট, জনপ্রতিনিধিসহ অনেকেই ছিলেন। প্রকল্পের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বপ্নের পদ্মা সেতুতে রেল সংযোগ আজ বাস্তবায়িত হয়েছে।

তিনি বলেন, পুরো প্রকল্পের অগ্রগতি ৭৪ শতাংশের বেশি। আর পুরো প্রকল্পকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। ঢাকা থেকে মাওয়া অংশের অগ্রগতির ৭২.৫ শতাংশ, মাওয়া থেকে ভাঙ্গা অংশের অগ্রগতি ৯১ শতাংশ এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত অংশের অগ্রগতি ৬৮ শতাংশ।

আরও পড়ুন: আঞ্চলিক মহাসড়কে টোল আদায় করা হবে: প্রধানমন্ত্রী

তিনি বলেন, আমরা ৪৫টি কোচ পেয়েছি। আরও ৫৫টি কোচ আমাদের পাওয়ার অপেক্ষায় রয়েছে। আমরা যে পরিকল্পনা নিয়েছিলাম আশা করছি, সেগুলো যুক্ত করতে পারব।

প্রকল্প ব্যয় বাড়তে পারে কিনা এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রকল্পের ব্যয় বাড়ার বিষয়টি এখনই বলা যাচ্ছে না। আগামী জুনে হয়ত বলা যাবে প্রকল্পের ব্যয় বাড়বে কি না।

ঢাকা/টিএ