স্ট্যান্ডার্ড ব্যাংক ৩৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে

- আপডেট: ১২:০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ১০৪২৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক নন-কনভাটেবল বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। বন্ডটির নাম হবে ‘স্ট্যান্ডার্ড ব্যঅঙক চতুর্থ সাবঅর্ডিনেটেড বন্ড’ কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা যায়, ব্যাংকটি নন-কনভাটেবল ফুল্লি রিডেম্বল আনসিকিউরড ফ্লোটিং রেট বন্ড ইস্যু করে শেয়ারবাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করবে।
সাত বছর মেয়াদী এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের মূল্য ৫ লাখ টাকা। টিয়ার-II মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি।
আরও পড়ুন: ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত
বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।
ঢাকা/এসএইচ