স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিএসইসির শ্রদ্ধা

- আপডেট: ০২:৪৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
- / ১০৪২৮ বার দেখা হয়েছে
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে বিএসইসি’র পক্ষ থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রোববার (২৬ মার্চ) ভোরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার, নির্বাহী পরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ ৭১’র ভয়াল রাত ‘২৫ মার্চ’: ইতিহাসের কালো অধ্যায়
এছাড়াও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি বিএসইসি’র নির্বাহী পরিচালক জনাব মোঃ সাইফুর রহমানের নেতৃত্বে কমিশনের সিনিয়র কর্মকর্তাবৃন্দ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
ঢাকা/এসআর