০৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

হিলিতে একদিনেই আমদানি ৬৪৩ টন পেঁয়াজ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৫২:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • / ১০৩৬১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আমদানি বাড়ায় মাত্র দু দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে পাঁচ থেকে ছয় টাকা কমে ২৫ থেকে ২৬ টাকায় বিক্রি হচ্ছে। রোববার হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে পেঁয়াজ আমদানির পরিমাণ খানিকটা বেড়েছে। গত সপ্তাহে যেখানে বন্দর দিয়ে ৮ থেকে ১০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছিল। বর্তমানে তা বেড়েছে। চলতি সপ্তাহের প্রথম দিন শনিবার একদিনেই ২৩টি ট্রাকে ৬৪৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশি পেঁয়াজের দাম কিছুটা বাড়ায় মোকামে আমদানি করা পেঁয়াজের চাহিদা কিছুটা বেড়েছিল। আমদানির তুলনায় চাহিদা বাড়ায় ভারতীয় পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে। আগের সপ্তাহে যে পেঁয়াজ ২১ টাকায় নেমে এসেছিল তা বাড়তে বাড়তে গত সপ্তাহে তা ৩২ টাকায় উঠে গিয়েছিল। চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই পেঁয়াজের দাম আবারও কমতে শুরু করেছে। দু দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে পাঁচ থেকে ছয় টাকা করে কমে ২৫-২৬ টাকায় নেমেছে।’

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী আইয়ুব আলী বলেন, ‘বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এ ছাড়া মৌসুমের শেষের দিকের পেঁয়াজ হওয়ায় আমদানি করা পেঁয়াজের মান কিছুটা খারাপ হচ্ছে; এ কারণেও দাম কমছে।’

আরও পড়ুন: বাড়লো সোনার দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

হিলিতে একদিনেই আমদানি ৬৪৩ টন পেঁয়াজ

আপডেট: ০১:৫২:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: আমদানি বাড়ায় মাত্র দু দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে পাঁচ থেকে ছয় টাকা কমে ২৫ থেকে ২৬ টাকায় বিক্রি হচ্ছে। রোববার হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে পেঁয়াজ আমদানির পরিমাণ খানিকটা বেড়েছে। গত সপ্তাহে যেখানে বন্দর দিয়ে ৮ থেকে ১০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছিল। বর্তমানে তা বেড়েছে। চলতি সপ্তাহের প্রথম দিন শনিবার একদিনেই ২৩টি ট্রাকে ৬৪৩ টন পেঁয়াজ আমদানি হয়েছে।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশি পেঁয়াজের দাম কিছুটা বাড়ায় মোকামে আমদানি করা পেঁয়াজের চাহিদা কিছুটা বেড়েছিল। আমদানির তুলনায় চাহিদা বাড়ায় ভারতীয় পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে। আগের সপ্তাহে যে পেঁয়াজ ২১ টাকায় নেমে এসেছিল তা বাড়তে বাড়তে গত সপ্তাহে তা ৩২ টাকায় উঠে গিয়েছিল। চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই পেঁয়াজের দাম আবারও কমতে শুরু করেছে। দু দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে পাঁচ থেকে ছয় টাকা করে কমে ২৫-২৬ টাকায় নেমেছে।’

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী আইয়ুব আলী বলেন, ‘বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এ ছাড়া মৌসুমের শেষের দিকের পেঁয়াজ হওয়ায় আমদানি করা পেঁয়াজের মান কিছুটা খারাপ হচ্ছে; এ কারণেও দাম কমছে।’

আরও পড়ুন: বাড়লো সোনার দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ

ঢাকা/এসএ