১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে শাকিব খানের বিরুদ্ধে মামলা

- আপডেট: ০৩:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- / ১০৪০৮ বার দেখা হয়েছে
এবার চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্লাহ; যিনি নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করেন।
রবিবার (৩০ এপ্রিল) ঢাকার প্রথম যগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে এ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কোর্ট ফি দাখিলের জন্য আগামী ১৫ মে দিন ধার্য করেছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর আগে গত ১৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে শাকিব খানের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন রহমত উল্লাহ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সেই মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। এরও আগে গণমাধ্যমের কাছে রহমত উল্লাহকে ‘বাটপার-প্রতারক ও আপত্তিকর’ মন্তব্য করায় শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠান তার আইনজীবী।
এই প্রবাসীর বিরুদ্ধে দুটি মামলা করেছেন চিত্রনায়ক শাকিবও। গত ১৮ মার্চ রাতে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মানহানি মামলা করতে গুলশান থানায় যান শাকিব খান। তবে সেখানে মামলা নেওয়া হয়নি। পরদিন ১৯ মার্চ সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন শাকিব খান। পরবর্তী সময়ে চাঁদা দাবির অভিযোগ এনে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে গত ২৩ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে মামলা করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে ২৬ এপ্রিল আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত।
আরও পড়ুন: পদ্মা সেতুতে ছবি তুলে সমালোচনার মুখে বুবলী
এরপর রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা ট্রাইব্যুনালে আরেকটি মামলা করেন শাকিব খান। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
ঢাকা/এসএম