১০ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

- আপডেট: ১২:০৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- / ১০৭৪১ বার দেখা হয়েছে
পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১০ কোম্পানি গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সদ্য সমাপ্ত সপ্তাহে (৯-১৩ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো:- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি, পূবালী ব্যাংক, রিং শাইন টেক্সটাইল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, বাটা সু, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ও এশিয়া ইন্স্যুরেন্স।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স: সমাপ্ত অর্থবছরের কোম্পানিটি বিনিয়োগকারীদের ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিবে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ২৫ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৯২ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ১৯ টাকা ১৫ পয়সা।
আগামী ১৭ জুন, ২০২৩ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মে, ২০২৩।
পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি: কোম্পানিটি বিনিয়োগকারীদের সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৫৮ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ৪৪ পয়সা।
আগামী ২১ জুন সকাল সাড়ে ১১ ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ মে।
আরও পড়ুন: তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
পূবালী ব্যাংক: ব্যাংকটি বিনিয়োগকারীদের সাড়ে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৫ টাকা ৪৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ২৩ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৩২ পয়সা।
আগামী ৬ জুন সকাল সকাল সাড়ে ১০ ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ মে।
রিং শাইন টেক্সটাইল: কোম্পানিটি ৩০ জুন, ২০২১ ও ২০২২ সমাপ্ত দুই বছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
২০২১ ও ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৫৪) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (১.৭৫) টাকা। আর আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (২.৫০) টাকায়।
ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০ জুন সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট ১০ মে।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স: কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা।
এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৪ জুন ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে।
আরও পড়ুন: আইসিবি ইসলামিক ব্যাংকের লোকসান বেড়েছে
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫১ পয়সা।
এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১৯ পয়সা।
এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৫ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ মে।
ব্র্যাক ব্যাংক: ব্যাংকটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ ক্যাশ। বাকী সাড়ে ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪ টাকা ২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৬৫ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪০ টাকা ৮৬ পয়সা।
আগামী ৩১ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মে।
বাটা সু: কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরআগে ২৬০ শতাংশ অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। অর্থাৎ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদেরন জন্য ৩৬৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিবে।
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৯ টাকা ৯৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৫ টাকা ০১ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫২ টাকা ১৬ পয়সা।
সিটি ব্যাংক: ব্যাংকটি বিনিয়োগকারীদের ১২ শতাংশ ডিভিডেন্ড দিবে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ। বাকী ২ শতাংশ স্টক ডিভিডেন্ড।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ৫৮ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ২১ পয়সা।
আগামী ৪ জুলাই দুপুর ২টায় ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মে।
আরও পড়ুন: বিকালে দুই কোম্পানির বোর্ড সভা
এশিয়া ইন্স্যুরেন্স: কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে ১১ শতাংশ হারে ডিভিডেন্ড দেবে। এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ২.০৯ টাকা।
২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬.৮৮ টাকায়।
এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৭ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মে।
ঢাকা/এসএ