১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

১০ মেঃ ইতিহাসের এই দিনে যা ঘটেছিলো

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
  • / ১০৩৯৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্কঃ আজ ১০ মে ২০২১, সোমবার। ২৭ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ১৩০তম দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৫০৩ – ক্রিস্টোফার কলম্বাস স্যানে আইল্যান্ড ভ্রমণ করেন।

১৫২৬ – পানিপথের যুদ্ধ জয় করে মোগল সম্রাট বাবর আগ্রায় প্রবেশ করেন।
১৭৭৩ – গ্রেট ব্রিটেনের সংসদে চা-আইন পাস হয়।
১৭৭৪ – লুইস ফ্রান্সের রাজা এবং মেরি অ্যাস্টোইলেট রানি হন।
১৭৭৪ – বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের জন্ম।
১৮২৪ – লন্ডনে জাতীয় গ্যালারি জনগণের জন্য খুলে দেওয়া হয়।
১৮৫৭ – ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সিপাহি বিপ্লবের সূচনা হয়।
১৮৬৩ – বাঙালি লেখক, বাংলা মুদ্রণের পথিকৃৎ উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর জন্ম।
১৮৭১ – ফ্রান্সের দ্বিতীয় সম্রাট লুই নেপোলিয়ন বা তৃতীয় নেপোলিয়নের শোচনীয় পরাজয় ফ্র্যাংকফুট চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ পরিগ্রহ করে।
১৮৭২ – ভিক্টোরিয়া উডহল যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা, যিনি প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হয়েছিলেন।
১৯০৫ – কণ্ঠশিল্পী পঙ্কজকুমার মল্লিকের জন্ম।
১৯৩৩ – বার্লিন বিশ্ববিদ্যালয়ের সামনে নাৎসিরা পঁচিশ হাজার বই পুড়িয়ে দেয়।
১৯৪০ – জার্মানি নেদারল্যান্ড, লুক্সেমবার্গ ও বেলজিয়াম দখল করে নেয়।
১৯৪১ – ব্যাপক বোমা বর্ষণের ফলে লন্ডনের হাউস অব কমন্স ধ্বংস হয়।
১৯৭৪ – সিলভ্যা উইল্টর্ড, ফরাসি ফুটবল খেলোয়াড়ের জন্ম।
১৯৮৫ – সাহিত্যিক প্রমথনাথ বিশীর মৃত্যু।
১৯৯৪ – নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

১০ মেঃ ইতিহাসের এই দিনে যা ঘটেছিলো

আপডেট: ০৭:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১

বিজনেস জার্নাল ডেস্কঃ আজ ১০ মে ২০২১, সোমবার। ২৭ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ১৩০তম দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৫০৩ – ক্রিস্টোফার কলম্বাস স্যানে আইল্যান্ড ভ্রমণ করেন।

১৫২৬ – পানিপথের যুদ্ধ জয় করে মোগল সম্রাট বাবর আগ্রায় প্রবেশ করেন।
১৭৭৩ – গ্রেট ব্রিটেনের সংসদে চা-আইন পাস হয়।
১৭৭৪ – লুইস ফ্রান্সের রাজা এবং মেরি অ্যাস্টোইলেট রানি হন।
১৭৭৪ – বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের জন্ম।
১৮২৪ – লন্ডনে জাতীয় গ্যালারি জনগণের জন্য খুলে দেওয়া হয়।
১৮৫৭ – ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সিপাহি বিপ্লবের সূচনা হয়।
১৮৬৩ – বাঙালি লেখক, বাংলা মুদ্রণের পথিকৃৎ উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর জন্ম।
১৮৭১ – ফ্রান্সের দ্বিতীয় সম্রাট লুই নেপোলিয়ন বা তৃতীয় নেপোলিয়নের শোচনীয় পরাজয় ফ্র্যাংকফুট চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ পরিগ্রহ করে।
১৮৭২ – ভিক্টোরিয়া উডহল যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা, যিনি প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হয়েছিলেন।
১৯০৫ – কণ্ঠশিল্পী পঙ্কজকুমার মল্লিকের জন্ম।
১৯৩৩ – বার্লিন বিশ্ববিদ্যালয়ের সামনে নাৎসিরা পঁচিশ হাজার বই পুড়িয়ে দেয়।
১৯৪০ – জার্মানি নেদারল্যান্ড, লুক্সেমবার্গ ও বেলজিয়াম দখল করে নেয়।
১৯৪১ – ব্যাপক বোমা বর্ষণের ফলে লন্ডনের হাউস অব কমন্স ধ্বংস হয়।
১৯৭৪ – সিলভ্যা উইল্টর্ড, ফরাসি ফুটবল খেলোয়াড়ের জন্ম।
১৯৮৫ – সাহিত্যিক প্রমথনাথ বিশীর মৃত্যু।
১৯৯৪ – নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

ঢাকা/এসএ