১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

১১ মাসে রফতানি আয় বেড়েছে ১০ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / ১০২৬৭ বার দেখা হয়েছে

ফাইল ফটো

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে রফতানি আয় এসেছে ৪ হাজার ৪৯৪ কোটি ৬০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। আজ মঙ্গলবার (৩ জুন) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এতে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-মে মাসে বেড়েছে দেশের রফতানি আয়। প্রবৃদ্ধি হয়েছে ১০ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে রফতানি আয়ের পরিমাণ ছিল ৪ হাজার ৮৫ কোটি ৯৩ লাখ ডলার।

তৈরি পোশাক খাত

২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মে মাসের মধ্যে তৈরি পোশাক রফতানি আয় ১০ দশমিক ২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৫৫ কোটি ৯১ লাখ ডলারে। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে মাসে আয় ছিল ৩ হাজার ৩১৭ কোটি ৫৮ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১ হাজার ৯৬১ কোটি ৯০ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ১০ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে মাসে এ আয় ছিল ১ হাজার ৭৬৭ কোটি ৭৩ লাখ ডলার।

এছাড়া ১ হাজার ৬৯৪ কোটি ১ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে মাসে এ আয় ছিল ১ হাজার ৫৪৯ কোটি ৮৫ লাখ ডলার।

আরও পড়ুন: সরকারি ক্রয় নীতি পাস, বিধিবিধান তৈরি হলেই প্রয়োগ: পরিকল্পনা উপদেষ্টা

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য চামড়া, চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রফতানি বেড়েছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ৪ দশমিক ৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮২ কোটি ৪৫ লাখ ডলারে।

আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ১২ দশমিক ৫৫ শতাংশ। জুলাই-মে মাসে রফতানি হয়েছে ১০৫ কোটি ৭৮ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ৩ দশমিক ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯২ কোটি ৭৫ লাখ ডলারে।

এদিকে সদ্যবিদায়ী মে মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৪৭৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ১১ দশমিক ৪৫ শতাংশ।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

১১ মাসে রফতানি আয় বেড়েছে ১০ শতাংশ

আপডেট: ০৪:৪১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে রফতানি আয় এসেছে ৪ হাজার ৪৯৪ কোটি ৬০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। আজ মঙ্গলবার (৩ জুন) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এতে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-মে মাসে বেড়েছে দেশের রফতানি আয়। প্রবৃদ্ধি হয়েছে ১০ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে রফতানি আয়ের পরিমাণ ছিল ৪ হাজার ৮৫ কোটি ৯৩ লাখ ডলার।

তৈরি পোশাক খাত

২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে মে মাসের মধ্যে তৈরি পোশাক রফতানি আয় ১০ দশমিক ২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৫৫ কোটি ৯১ লাখ ডলারে। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে মাসে আয় ছিল ৩ হাজার ৩১৭ কোটি ৫৮ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১ হাজার ৯৬১ কোটি ৯০ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ১০ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে মাসে এ আয় ছিল ১ হাজার ৭৬৭ কোটি ৭৩ লাখ ডলার।

এছাড়া ১ হাজার ৬৯৪ কোটি ১ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে মাসে এ আয় ছিল ১ হাজার ৫৪৯ কোটি ৮৫ লাখ ডলার।

আরও পড়ুন: সরকারি ক্রয় নীতি পাস, বিধিবিধান তৈরি হলেই প্রয়োগ: পরিকল্পনা উপদেষ্টা

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য চামড়া, চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রফতানি বেড়েছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ৪ দশমিক ৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮২ কোটি ৪৫ লাখ ডলারে।

আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ১২ দশমিক ৫৫ শতাংশ। জুলাই-মে মাসে রফতানি হয়েছে ১০৫ কোটি ৭৮ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ৩ দশমিক ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯২ কোটি ৭৫ লাখ ডলারে।

এদিকে সদ্যবিদায়ী মে মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৪৭৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ১১ দশমিক ৪৫ শতাংশ।

ঢাকা/এসএইচ