১৬০০ বস্তা সার মজুতের দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

- আপডেট: ০৫:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩২৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুর উপজেলায় ১৬০০ বস্তা সার মজুত করার দায়ে এক সার ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলার চাঁচকৈড় বাজারের সোবাহান ট্রেডার্সে অভিযান চালিয়ে এই মজুত সার জব্দ করা হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এ সময় সার ব্যবসায়ী আব্দুস সোবাহানকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিব।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সার মজুতের অভিযোগ পেয়ে শনিবার বিকেল ৩টার দিকে উপজেলা সদরের চাঁচকৈড় বাজারে সোবাহান ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় নির্ধারিত পদ্ধতির বাইরে অবৈধভাবে ১৬০০ বস্তা সার মজুত করার দায়ে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ এর ৮ (১) ধারার অপরাধে ৮(২) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অবৈধ সার মজুতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিব।
আরো পড়ুন: মিয়ানমারের সঙ্গে যুদ্ধ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা/এসএ