১০:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

১৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩০:২২ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • / ১০৪৩৫ বার দেখা হয়েছে

দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। ইতোমধ্যে হিলি স্থলবন্দরেরর আট আমদানিকারক ১৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। সবকিছু ঠিক থাকলে সোমবার (০৫ জুন) সন্ধ্যার মধ্যে দেশে ঢুকবে আমদানিকৃত পেঁয়াজ।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘সোমবার দুপুর ২টা পর্যন্ত স্থলবন্দরের আট আমদানিকারক ১৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র পেয়েছেন। এই সংখ্যা আরও বাড়ছে। বন্দরে পেঁয়াজ এলেই দ্রুত খালাসের কথা বলা হয়েছে।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে, আমদানির ফলে দেশের বাজারে দ্রুত কমছে দাম। রোববার (০৪ জুন) পাইকারিতে যে পেঁয়াজের কেজি ৮৫ টাকা বিক্রি হয়েছিল; আজ তা ৭০ টাকা। গতকাল খুচরা বাজারে ৯০ টাকা বিক্রি হলেও আজ ৭৫ টাকা। একই অবস্থা সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জেও। রোববার যে পেঁয়াজের কেজি ৯০ টাকা বিক্রি হয়েছিল, তা আজ ৭০ টাকা।

আমদানি শুরু হলে ৩০ টাকার মধ্যে পেঁয়াজের দাম নেমে আসবে বলে জানালেন হিলি স্থলবন্দর আমদানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ১৯ হাজার মেট্রিক টন আমদানির অনুমতিপত্র পেয়েছেন আমদানিকারকরা। আজই আমদানি শুরু হবে। কোনও কারণে যদি আজ আমদানি না হয় তাহলে মঙ্গলবার সকাল থেকে অবশ্যই হবে। এতে দেশে পেঁয়াজের দাম নিয়ে যে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার অবসান হবে।’

আরও পড়ুন: মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৯৪ শতাংশ

শুল্কসহ আমদানিকৃত পেঁয়াজের কেজি ২০ টাকা পড়বে উল্লেখ করে হারুন উর রশীদ বলেন, ‘আমদানিকারকদের সব খরচ মিলিয়ে ২০ টাকার মধ্যে থাকবে কেজি। আমদানিকারকরা একটু লাভে বিক্রি করলে খুচরা বাজারে ৩০ টাকার মধ্যেই থাকবে দাম।’

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা নিলু হোসেন বলেন, ‘আমদানির খবরে গতকাল থেকে দাম কমতে শুরু করেছে। তবে এখনও খুচরা বাজারে দাম বেশি। আরও কমলে আমাদের সুবিধা হবে।’

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

১৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি

আপডেট: ০৬:৩০:২২ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩

দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। ইতোমধ্যে হিলি স্থলবন্দরেরর আট আমদানিকারক ১৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। সবকিছু ঠিক থাকলে সোমবার (০৫ জুন) সন্ধ্যার মধ্যে দেশে ঢুকবে আমদানিকৃত পেঁয়াজ।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘সোমবার দুপুর ২টা পর্যন্ত স্থলবন্দরের আট আমদানিকারক ১৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতিপত্র পেয়েছেন। এই সংখ্যা আরও বাড়ছে। বন্দরে পেঁয়াজ এলেই দ্রুত খালাসের কথা বলা হয়েছে।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে, আমদানির ফলে দেশের বাজারে দ্রুত কমছে দাম। রোববার (০৪ জুন) পাইকারিতে যে পেঁয়াজের কেজি ৮৫ টাকা বিক্রি হয়েছিল; আজ তা ৭০ টাকা। গতকাল খুচরা বাজারে ৯০ টাকা বিক্রি হলেও আজ ৭৫ টাকা। একই অবস্থা সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জেও। রোববার যে পেঁয়াজের কেজি ৯০ টাকা বিক্রি হয়েছিল, তা আজ ৭০ টাকা।

আমদানি শুরু হলে ৩০ টাকার মধ্যে পেঁয়াজের দাম নেমে আসবে বলে জানালেন হিলি স্থলবন্দর আমদানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ১৯ হাজার মেট্রিক টন আমদানির অনুমতিপত্র পেয়েছেন আমদানিকারকরা। আজই আমদানি শুরু হবে। কোনও কারণে যদি আজ আমদানি না হয় তাহলে মঙ্গলবার সকাল থেকে অবশ্যই হবে। এতে দেশে পেঁয়াজের দাম নিয়ে যে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার অবসান হবে।’

আরও পড়ুন: মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৯৪ শতাংশ

শুল্কসহ আমদানিকৃত পেঁয়াজের কেজি ২০ টাকা পড়বে উল্লেখ করে হারুন উর রশীদ বলেন, ‘আমদানিকারকদের সব খরচ মিলিয়ে ২০ টাকার মধ্যে থাকবে কেজি। আমদানিকারকরা একটু লাভে বিক্রি করলে খুচরা বাজারে ৩০ টাকার মধ্যেই থাকবে দাম।’

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা নিলু হোসেন বলেন, ‘আমদানির খবরে গতকাল থেকে দাম কমতে শুরু করেছে। তবে এখনও খুচরা বাজারে দাম বেশি। আরও কমলে আমাদের সুবিধা হবে।’

ঢাকা/এসএ