০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

২০২৬ সালেই সব স্বৈরশাসকের পতন হবে: ইইউ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ১০১৮৪ বার দেখা হয়েছে

স্বৈরশাসকদের সময় শেষের পথে এবং ২০২৬ সালেই তাদের পতন ঘটবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তা মেতসোলা।

বিক্ষোভ দমনে ইরানের কঠোর অভিযানের বিরুদ্ধে চাপ বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বানও জানিয়েছেন রবার্তা।

ইউরো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মেতসোলা বলেন, ২০২৬ সালই হবে সেই বছর, যে যখন স্বৈরতন্ত্রের অবসান ঘটবে।

ইরানের নেতৃত্ব এখন ‘শেষ পর্যায়ে’ পৌঁছে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

রবার্তা মেতসোলা ইইউকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, এর মধ্যে আরও নিষেধাজ্ঞা আরোপ এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

এদিকে, চলমান অস্থিরতার মধ্যেই কাতারে অবস্থিত আল-উদেইদ সেনা ঘাঁটি ছেড়ে যাওয়ার জন্য সেখানকার মার্কিন সেনা সদস্যদের যুক্তরাষ্ট্র পরামর্শ দিয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তাদের আল-উদেইদ সেনা ঘাঁটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে বলে কূটনীতিকদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে কাতারের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। খবর বিবিসির।

একজন কূটনীতিক রয়টার্সকে বলেছেন, ‘এটি একটি পুনর্বিন্যাস, সরে যাওয়ার নির্দেশ নয়’। তবে তিনি এই পরিবর্তনের কারণ সম্পর্কে জানেন না বলেও উল্লেখ করেছেন।

মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় ওই মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় ১০ হাজার সেনা রয়েছে বলে জানা যায়। এর আগে, গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওই বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।

ইরানের বিক্ষোভকারীদের রক্ষায় যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র হামলা চালালে এবারও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

২০২৬ সালেই সব স্বৈরশাসকের পতন হবে: ইইউ

আপডেট: ০৬:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

স্বৈরশাসকদের সময় শেষের পথে এবং ২০২৬ সালেই তাদের পতন ঘটবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তা মেতসোলা।

বিক্ষোভ দমনে ইরানের কঠোর অভিযানের বিরুদ্ধে চাপ বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বানও জানিয়েছেন রবার্তা।

ইউরো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মেতসোলা বলেন, ২০২৬ সালই হবে সেই বছর, যে যখন স্বৈরতন্ত্রের অবসান ঘটবে।

ইরানের নেতৃত্ব এখন ‘শেষ পর্যায়ে’ পৌঁছে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

রবার্তা মেতসোলা ইইউকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, এর মধ্যে আরও নিষেধাজ্ঞা আরোপ এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

এদিকে, চলমান অস্থিরতার মধ্যেই কাতারে অবস্থিত আল-উদেইদ সেনা ঘাঁটি ছেড়ে যাওয়ার জন্য সেখানকার মার্কিন সেনা সদস্যদের যুক্তরাষ্ট্র পরামর্শ দিয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তাদের আল-উদেইদ সেনা ঘাঁটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে বলে কূটনীতিকদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে কাতারের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। খবর বিবিসির।

একজন কূটনীতিক রয়টার্সকে বলেছেন, ‘এটি একটি পুনর্বিন্যাস, সরে যাওয়ার নির্দেশ নয়’। তবে তিনি এই পরিবর্তনের কারণ সম্পর্কে জানেন না বলেও উল্লেখ করেছেন।

মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় ওই মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় ১০ হাজার সেনা রয়েছে বলে জানা যায়। এর আগে, গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওই বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।

ইরানের বিক্ষোভকারীদের রক্ষায় যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র হামলা চালালে এবারও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান।

ঢাকা/এসএইচ