২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ও মৃত্যু হার হ্রাস

- আপডেট: ০৫:২৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১০৩২৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট ২৯ হাজার ৯৭ জনের মৃত্যু হলো।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
৮ মার্চ সকাল ৮টা থেকে ৯ মার্চ সকাল ৮টা পর্যন্ত ৩২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৪৮ হাজার ৪৭১ জন।
বুধবার (৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৮২৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৫২ হাজার ৭৭০ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৯৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৩৪ শতাংশ। সুস্থতার হার ৯৫ দশমিক ০৯ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র সিলেট বিভাগে এক জনের মৃত্যু হয়েছে।
ঢাকা/টিএ