২৯৫ শেয়ারের দরবৃদ্ধি, সূচক বেড়েছে ৪৯ পয়েন্ট

- আপডেট: ০২:৫০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / ১০৩৬০ বার দেখা হয়েছে
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯৫ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। এদির ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৪৯ পয়েন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, বুধবার (২৫ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৯ দশমিক ৯৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৭৬৭ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৫ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ১০৪৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১৭৯০ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন: মিডল্যান্ড ব্যাংকে কোম্পানি সচিব নিয়োগ
আজ ডিএসইতে ৪১৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৭২ কোটি ৭০ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৯৫টি কোম্পানির, বিপরীতে ৪৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
ঢাকা/এসএইচ