০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

৩০০ জন এখনো নিখোঁজ: গুম কমিশন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / ১০২৯২ বার দেখা হয়েছে

অন্তর্বর্তী সরকারের গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টাকে জানিয়েছে যে, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনো তিনশতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। এছাড়া কমিশনের কাছে এ পর্যন্ত ১ হাজার ৮৫০টি অভিযোগ এসেছে এবং তার মধ্যে ১ হাজার ৩৫০টি অভিযোগ যাচাই বাছাই তারা শেষ করেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কমিশন প্রধান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাত করে বুধবার তাদের দ্বিতীয় ইন্টেরিম রিপোর্ট জমা দিয়েছে বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।

কমিশন সদস‍্যরা এ সময় প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন যে, অভিযোগের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যেতে পারে। নিখোঁজ ব্যক্তিদের পরিবার যাতে অন্তত ব‍্যাংক হিসেবে লেনদেন করতে পারে সে বিষয়ে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান কমিশন প্রধান।

তিনি বলেন, বিদ্যমান আইনে কেউ সাত বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেয়ার সুযোগ রয়েছে। আইন সংশোধন করে এটিকে পাঁচ বছর করার সুপারিশ করেন তিনি। অতিদ্রুত যাতে এ বিষয়ে পদক্ষেপ নেয়া যায়, সে বিষয়ে করণীয় জানাতে কমিশনকে পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন: অভিযোগ থাকলে জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেবো

প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- একজন কমিশন সদস্য প্রধান উপদেষ্টাকে বলেন, ঘটনাগুলো এতটাই ভয়াবহ যে জড়িত অনেক কর্মকর্তা ও অন্যান্যরাও অনুশোচনায় ভোগেন। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন আত্মশুদ্ধির একটা প্রচেষ্টা হিসেবে। দুজন অফিসার লিখিতভাবে এর থেকে পরিত্রাণ চেয়ে চিঠিও লিখেছিলেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

৩০০ জন এখনো নিখোঁজ: গুম কমিশন

আপডেট: ০৫:৫৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

অন্তর্বর্তী সরকারের গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টাকে জানিয়েছে যে, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনো তিনশতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। এছাড়া কমিশনের কাছে এ পর্যন্ত ১ হাজার ৮৫০টি অভিযোগ এসেছে এবং তার মধ্যে ১ হাজার ৩৫০টি অভিযোগ যাচাই বাছাই তারা শেষ করেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কমিশন প্রধান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাত করে বুধবার তাদের দ্বিতীয় ইন্টেরিম রিপোর্ট জমা দিয়েছে বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।

কমিশন সদস‍্যরা এ সময় প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন যে, অভিযোগের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যেতে পারে। নিখোঁজ ব্যক্তিদের পরিবার যাতে অন্তত ব‍্যাংক হিসেবে লেনদেন করতে পারে সে বিষয়ে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান কমিশন প্রধান।

তিনি বলেন, বিদ্যমান আইনে কেউ সাত বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেয়ার সুযোগ রয়েছে। আইন সংশোধন করে এটিকে পাঁচ বছর করার সুপারিশ করেন তিনি। অতিদ্রুত যাতে এ বিষয়ে পদক্ষেপ নেয়া যায়, সে বিষয়ে করণীয় জানাতে কমিশনকে পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন: অভিযোগ থাকলে জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেবো

প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- একজন কমিশন সদস্য প্রধান উপদেষ্টাকে বলেন, ঘটনাগুলো এতটাই ভয়াবহ যে জড়িত অনেক কর্মকর্তা ও অন্যান্যরাও অনুশোচনায় ভোগেন। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন আত্মশুদ্ধির একটা প্রচেষ্টা হিসেবে। দুজন অফিসার লিখিতভাবে এর থেকে পরিত্রাণ চেয়ে চিঠিও লিখেছিলেন।

ঢাকা/টিএ