৩৪ মাসের মধ্যে সর্বনিম্ন ডিএসইর প্রধান সূচক

- আপডেট: ০৪:১৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- / ১০৪৪৩ বার দেখা হয়েছে
দেশের পুঁজিবাজারের টানা দরপতনে আতঙ্কিত বিনিয়োগকারীরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দরপতনে প্রধান সূচক গত ৩৪ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। আজ ডিএসইর সূচক কমলেও লেনদেন বেড়েছে কিছুটা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭১.৭০ পয়েন্ট বা ১.২২ শতাংশ কমে অবস্থান করছে ৫ হাজার ৭৬২.৬৮ পয়েন্টে। যা প্রায় বিগত ৩৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এর আগে ২০২১ সালের ১২ মে ডিএসইর সূচক দাঁড়িয়েছিল ৫ হাজার ৭৫০ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪.৮১ পয়েন্ট ১.১৬ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ২৫২.৩৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২.৮৫ পয়েন্ট ০.৬৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২.০৭ পয়েন্টে।
বুধবার ডিএসইতে ৫৩৮ কোটি ৭৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৯৩ কোটি ২৬ লাখ ৩৮ হাজার টাকা বেশি লেনদেন হয়েছে। গত সোমবার ডিএসইতে ৪৪৫ কোটি ৫৩ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আরও পড়ুন: লেনদেনের শীর্ষ সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস
বুধবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ৩২১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭২.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯৫৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১২৪.৮৩ পয়েন্ট কমে ১৬ হাজার ৫৭৯ পয়েন্টে, শরিয়া সূচক ৭.২৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৪ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১১.২৭ পয়েন্ট কমে ১২ হাজার ৬৭১ পয়েন্টে অবস্থান করছে।
আজ সিএসইতে ২২৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ১৬৭টির ও অপরিবর্তিত রয়েছে ১৯টির।
দিন শেষে সিএসইতে ৯ কোটি ৯৯ লাখ ৮১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৬ কোটি ২৮ লাখ ১ হাজার টাকার শেয়ার।
ঢাকা/টিএ