৩৭৭ শেয়ারের দরবৃদ্ধি, সূচক বাড়লো ৯৯ পয়েন্ট

- আপডেট: ০২:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / ১০৩৬২ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৮মে) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তাতে প্রধান সূচক বেড়েছে ৯৯ পয়েন্টের বেশি। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৭৭ শেয়ারের দর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, বৃহস্পতিবার (৮ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৯ দশমিক ৮৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯০২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২৬ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১০৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ১৮২০ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন: ইউনাইটেড ফাইন্যান্সের বোর্ড সভার তারিখ নির্ধারণ
আজ ডিএসইতে ৩৬৬ কোটি ০৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫১৬ কোটি ৪৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৭৭টি কোম্পানির, বিপরীতে ১০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
ঢাকা/এসএইচ