হজযাত্রা শুরু
৩৯৮ যাত্রী নিয়ে ছাড়লো প্রথম ফ্লাইট

- আপডেট: ০১:০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ১০৩১১ বার দেখা হয়েছে
সৌদি আরবের উদ্দেশে পবিত্র হজ পালনের জন্য ঢাকা ছেড়েছেন হজযাত্রীরা। গতকাল সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ২টা ১৫ মিনিটে প্রথম ফ্লাইটে ৩৯৮ হজযাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় একটি ফ্লাইট ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রথম দিনে ১০টি ফ্লাইটে যাত্রী ৪ হাজার ১৮০ জন। এর মধ্যে আটটি ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি ফ্লাইট মদিনায় প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
আরও পড়ুন: মেরাদিয়ায় কুরবানির পশুর হাট নিষিদ্ধ করলেন হাইকোর্ট
এছাড়া, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। উত্তরার আশকোনা হাজিক্যাম্পে হজযাত্রীরা জানান, এবারের আয়োজন আগের চেয়ে অনেকটাই ভালো।
ঢাকা/টিএ