০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

৬৮০ কোটি টাকার বিনিয়োগ পেয়েছে জেএমআই

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • / ১০৩০১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের সাথে পথচলার ১২ বছর অতিক্রম করেছে জাপানের স্বাস্থ্যসেবা খাতের শীর্ষ প্রতিষ্ঠান নিপ্রো করপোরেশন। এই সময়ে নিপ্রো-জেএমআইয়ের যৌথ বিনিয়োগের পাঁচটি প্রতিষ্ঠানে ৬৮০ কোটি টাকার (৮ কোটি মার্কিন ডলার) সরাসরি বিদেশী বিনিয়োগ এসেছে জাপান থেকে।

মঙ্গলবার (৩১ মে) রাতে রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও ঢাকায় ‘নিপ্রো-জেএমআই যৌথ বিনিয়োগ: বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে জাপানের মূলধন বিনিয়োগে দৃষ্টান্ত সৃষ্টিকারী’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ সময় জানানো হয়, ২০১১ সালে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বিনিয়োগের মাধ্যমে নিপ্রো-জেএমআই যৌথ পথচলা শুরু হয়। পরে ডায়ালাইসিস পরিষেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন এবং বিপণনে ব্যবসা সম্প্রসারণ করেছে।

বর্তমানে নিপ্রো-জেএমআই যৌথ বিনিয়োগের পাঁচটি প্রতিষ্ঠানে প্রায় ৫ হাজার ৫০০ কর্মী কাজ করছেন। এসব প্রতিষ্ঠানে উৎপাদিত হচ্ছে ১০০টিরও বেশি পণ্য, যার মধ্যে ২৫টি প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি। এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকাসহ বিশ্বের ৪০টিরও বেশি দেশে নিয়মিতভাবে রপ্তানি হচ্ছে নিপ্রো-জেএমআইয়ের পণ্য।

নিপ্রো-জেএমআইয়ের পথচলার ১২ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘বাংলাদেশে চিকিৎসা সরঞ্জামের বেশিরভাগ আমদানিনির্ভর। এ পরিস্থিতির মধ্যেই জেএমআই গ্রুপ বাংলাদেশে চিকিৎসা সরঞ্জাম উৎপাদনের পাশাপাশি রপ্তানিও করছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে যৌথ বিনিয়োগের ক্ষেত্রে নিপ্রো করপোরেশন জেএমআই গ্রুপের সঙ্গে যুক্ত হওয়া নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।’

বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ‘দেশি-বিদেশি উদ্যোক্তাদের জন্য ব্যবসার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দিচ্ছি আমরা।’ সামনের দিনে নিপ্রো-জেএমআইয়ের যৌথ ব্যবসা আরও প্রসারিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘গত ৫০ বছরের মতো আগামী ৫০ বছরও বাংলাদেশে জাপানি বিনিয়োগ আসবে। এ ক্ষেত্রে আমরা চাই বেশি বেশি বেসরকারি বিনিয়োগ আসুক, বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের অংশীদার তৈরি হোক। জাপান-বাংলাদেশের ব্যবসায়ীরা যৌথ ব্যবসার ক্ষেত্রে নিপ্রো-জেএমআইয়ের সাফল্যকে মডেল হিসেবে অনুসরণ করতে পারেন।’

জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো: আবদুর রাজ্জাক বলেন, আমাদের দক্ষ মানবসম্পদ রয়েছে। প্রয়োজন শুধু উন্নত প্রযুক্তি এবং বিনিয়োগ সহায়তা। করোনার মধ্যে আমাদের নিপ্রো-জেএমআইয়ের প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য দিয়ে গণটিকা কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত সরকারকে ৩০ কোটি অটো-ডিজেবল সিরিঞ্জ সরবরাহ করেছি আমরা।

নিপ্রো করপোরেশন গ্লোবাল বিজনেস বিভাগের ব্যবস্থাপনা পরিচালক সুইয়োশি ইয়ামাজাকি, জেএমআই গ্রুপের চেয়ারম্যান মো: জাবেদ ইকবাল পাঠান এবং নিপ্রো-জেএমআই মেডিক্যালের নির্বাহী পরিচালক কুনিও (কেনি) তাকামিদো বক্তব্য রাখেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

৬৮০ কোটি টাকার বিনিয়োগ পেয়েছে জেএমআই

আপডেট: ১২:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের সাথে পথচলার ১২ বছর অতিক্রম করেছে জাপানের স্বাস্থ্যসেবা খাতের শীর্ষ প্রতিষ্ঠান নিপ্রো করপোরেশন। এই সময়ে নিপ্রো-জেএমআইয়ের যৌথ বিনিয়োগের পাঁচটি প্রতিষ্ঠানে ৬৮০ কোটি টাকার (৮ কোটি মার্কিন ডলার) সরাসরি বিদেশী বিনিয়োগ এসেছে জাপান থেকে।

মঙ্গলবার (৩১ মে) রাতে রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও ঢাকায় ‘নিপ্রো-জেএমআই যৌথ বিনিয়োগ: বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে জাপানের মূলধন বিনিয়োগে দৃষ্টান্ত সৃষ্টিকারী’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ সময় জানানো হয়, ২০১১ সালে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বিনিয়োগের মাধ্যমে নিপ্রো-জেএমআই যৌথ পথচলা শুরু হয়। পরে ডায়ালাইসিস পরিষেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন এবং বিপণনে ব্যবসা সম্প্রসারণ করেছে।

বর্তমানে নিপ্রো-জেএমআই যৌথ বিনিয়োগের পাঁচটি প্রতিষ্ঠানে প্রায় ৫ হাজার ৫০০ কর্মী কাজ করছেন। এসব প্রতিষ্ঠানে উৎপাদিত হচ্ছে ১০০টিরও বেশি পণ্য, যার মধ্যে ২৫টি প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি। এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকাসহ বিশ্বের ৪০টিরও বেশি দেশে নিয়মিতভাবে রপ্তানি হচ্ছে নিপ্রো-জেএমআইয়ের পণ্য।

নিপ্রো-জেএমআইয়ের পথচলার ১২ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘বাংলাদেশে চিকিৎসা সরঞ্জামের বেশিরভাগ আমদানিনির্ভর। এ পরিস্থিতির মধ্যেই জেএমআই গ্রুপ বাংলাদেশে চিকিৎসা সরঞ্জাম উৎপাদনের পাশাপাশি রপ্তানিও করছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে যৌথ বিনিয়োগের ক্ষেত্রে নিপ্রো করপোরেশন জেএমআই গ্রুপের সঙ্গে যুক্ত হওয়া নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।’

বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ‘দেশি-বিদেশি উদ্যোক্তাদের জন্য ব্যবসার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দিচ্ছি আমরা।’ সামনের দিনে নিপ্রো-জেএমআইয়ের যৌথ ব্যবসা আরও প্রসারিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘গত ৫০ বছরের মতো আগামী ৫০ বছরও বাংলাদেশে জাপানি বিনিয়োগ আসবে। এ ক্ষেত্রে আমরা চাই বেশি বেশি বেসরকারি বিনিয়োগ আসুক, বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের অংশীদার তৈরি হোক। জাপান-বাংলাদেশের ব্যবসায়ীরা যৌথ ব্যবসার ক্ষেত্রে নিপ্রো-জেএমআইয়ের সাফল্যকে মডেল হিসেবে অনুসরণ করতে পারেন।’

জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো: আবদুর রাজ্জাক বলেন, আমাদের দক্ষ মানবসম্পদ রয়েছে। প্রয়োজন শুধু উন্নত প্রযুক্তি এবং বিনিয়োগ সহায়তা। করোনার মধ্যে আমাদের নিপ্রো-জেএমআইয়ের প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য দিয়ে গণটিকা কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত সরকারকে ৩০ কোটি অটো-ডিজেবল সিরিঞ্জ সরবরাহ করেছি আমরা।

নিপ্রো করপোরেশন গ্লোবাল বিজনেস বিভাগের ব্যবস্থাপনা পরিচালক সুইয়োশি ইয়ামাজাকি, জেএমআই গ্রুপের চেয়ারম্যান মো: জাবেদ ইকবাল পাঠান এবং নিপ্রো-জেএমআই মেডিক্যালের নির্বাহী পরিচালক কুনিও (কেনি) তাকামিদো বক্তব্য রাখেন।

ঢাকা/টিএ