৭০ আইন কর্মকর্তার পদত্যাগ

- আপডেট: ১২:৪৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ১০৩৮৪ বার দেখা হয়েছে
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাসহ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ জন আইন কর্মকর্তা (ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল) পদত্যাগ করেছেন। আজ সোমবার (১২ আগস্ট) সকাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর আগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মোট ২১৫ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত ছিলেন। এর মধ্যে থেকে ৭০ জন পদত্যাগ করেছেন।
আরও পড়ুন: স্বরাষ্ট্র উপদেষ্টার ৭ দিনের আলটিমেটাম
গত ৭ আগস্ট প্রথমে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোর্শেদ এবং পরবর্তীতে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন পদত্যাগ করেন। এরপর গত ৮ আগস্ট আরও দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী পদত্যাগ করেন।
ঢাকা/এসএইচ