১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

৮৬ বছরের ইতিহাসে প্রথমবার বাতিল রঞ্জি ট্রফি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪৩:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • / ১০৩০৭ বার দেখা হয়েছে

ভারতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রঞ্জি ট্রফি। এ টুর্নামেন্টে খেলেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত হন খেলোয়াড়রা। কিন্তু এবার এ টুর্নামেন্টের চিরাচরিত দৃশ্য চোখে পড়বে না। ২০২০-২১ মৌসুমে রঞ্জি ট্রফির আসর বসছে না। ৮৬ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে না ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফি। 

তবে পুরুষ, নারী ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

১৯৩৪-৩৫ মৌসুমে শুরুর পর ৮৬ বছরে এবারই প্রথম বাতিল করা হলো রঞ্জি ট্রফির পুরো আসর। করোনাভাইরাসের কারণে ২০২০ সালে যথাসময়ে মাঠে গড়ায়নি রঞ্জি ট্রফি। এখন নতুন মৌসুমের সময় ঘনিয়ে আসায় টুর্নামেন্টের এবারের আসরটি বাতিল করতে বাধ্য হলো বিসিসিআই।

বিসিসিআই সাধারণ সম্পাদক জয় শাহ এ সিদ্ধান্তের কথা জানিয়ে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। 

চিঠিতে জয় শাহ লিখেন, করোনা পরিস্থিতির কারণে ক্রিকেট খেলার জন্য বাড়তি সতর্কতা নিতে হচ্ছে। এখন ক্রিকেট সূচি প্রস্তুত করা খুবই কঠিন বিষয়। আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল যে, নারী ক্রিকেট যেন মাঠে গড়ায়। সেটি অন্তত করতে পারছি আমরা।

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

৮৬ বছরের ইতিহাসে প্রথমবার বাতিল রঞ্জি ট্রফি

আপডেট: ০৩:৪৩:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১

ভারতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রঞ্জি ট্রফি। এ টুর্নামেন্টে খেলেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত হন খেলোয়াড়রা। কিন্তু এবার এ টুর্নামেন্টের চিরাচরিত দৃশ্য চোখে পড়বে না। ২০২০-২১ মৌসুমে রঞ্জি ট্রফির আসর বসছে না। ৮৬ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে না ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফি। 

তবে পুরুষ, নারী ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

১৯৩৪-৩৫ মৌসুমে শুরুর পর ৮৬ বছরে এবারই প্রথম বাতিল করা হলো রঞ্জি ট্রফির পুরো আসর। করোনাভাইরাসের কারণে ২০২০ সালে যথাসময়ে মাঠে গড়ায়নি রঞ্জি ট্রফি। এখন নতুন মৌসুমের সময় ঘনিয়ে আসায় টুর্নামেন্টের এবারের আসরটি বাতিল করতে বাধ্য হলো বিসিসিআই।

বিসিসিআই সাধারণ সম্পাদক জয় শাহ এ সিদ্ধান্তের কথা জানিয়ে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। 

চিঠিতে জয় শাহ লিখেন, করোনা পরিস্থিতির কারণে ক্রিকেট খেলার জন্য বাড়তি সতর্কতা নিতে হচ্ছে। এখন ক্রিকেট সূচি প্রস্তুত করা খুবই কঠিন বিষয়। আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল যে, নারী ক্রিকেট যেন মাঠে গড়ায়। সেটি অন্তত করতে পারছি আমরা।