৯০ কিলোমিটার দৌড়ে দিলেন ভালোবাসার প্রমাণ

- আপডেট: ০৭:৩৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১০৪১৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার এক ব্যক্তি পছন্দের নারীর প্রতি তার ভালোবাসা প্রমাণ করতে আক্ষরিক অর্থেই দৌড়েছেন। এই ঘটনা অনলাইন ব্যবহারকারীদের মধ্যে উন্মাদনার জন্ম দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ট্রেন্ডিংয়ে রয়েছে।
ওই ব্যক্তির নাম জোসেফ কাগিসো এনডলোভু। তার বয়স ৫৭ বছর। প্রুডেন্স নামের এক নারীকে বিয়ের প্রস্তাব দিতে তিনি ৯০ কিলোমিটার আল্ট্রা-ম্যারাথনে দৌড়েছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
দৌড় শেষে তার ব্যানার হাতে একটি প্রকাশ হয়েছে। রবিবার কমরেডস ম্যারাথন শেষ করার সময় ছবিটি তোলা হয়। ব্যানারে লেখা ছিল, ‘প্রুডেন্স তুমি কি আমায় বিয়ে করবে? ৯০ কিলোমিটার দৌড়েছি তোমার জন্য।’
স্থানীয় সংবাদমাধ্যম ও অনলাইন ব্যবহারকারীরা দিনভর কথা বলছেন প্রেমিকাকে খুশি করার ওই ব্যক্তিকে কত পথ দৌড়াতে হলো তা নিয়ে।
এনডলোভু সোমবার বিবিসিকে বলেছেন, ম্যারাথনে তাকে সমর্থন জানাতে হাজির ছিলেন প্রুডেন্স ডিক। তার প্রস্তাবে সম্মতি দিয়েছেন তিনি।
আরও পড়ুন: মক্কার ঐতিহাসিক পাঁচ মসজিদ সংস্কারের উদ্যোগ
তিনি জানান, এই বছরের শুরু থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। আগামী বছর কোনও একসময় তারা বিয়ের পরিকল্পনা করছেন।
এনডলোভু আরও জানান, এটি ছিল তার ১৭তম ম্যারাথনে অংশগ্রহণ। দুই বছর বিরতির পর এবার অংশগ্রহণের বিষয়ে মূল অনুপ্রেরণা ছিলেন তার প্রেমিকা।
সূত্র: বিবিসি
ঢাকা/টিএ