৯৬ শতাংশ কোম্পানির দরপতনে সূচক কমলো ১৬৩ পয়েন্ট

- আপডেট: ০৩:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩৮৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক দরপতন হয়েছে। ব্যাপক বিক্রয় চাপে দিনশেষে ডিএসইতে মাত্র ১০টি কোম্পানির শেয়ার দর বাড়লেও দর কমেছে ৩৬৫টি কোম্পানি ও ফান্ডের। শতাংশের হিসাবে দর কমেছে বাজারের ৯৬.৩০ শতাংশ প্রতিষ্ঠানের।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিনিয়োগকারীদের অব্যাহত বিক্রয় চাপে দিনশেষে ডিএসই’র প্রত্যেকটি মূল্যসূচকই কমছে। এসময় ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৬৩ পয়েন্ট বা ২.৩৯ শতাংশ কমেছে। এছাড়া দিনশেষে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষকদের মতে, বিশ্বে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব পুঁজিবাজারে পড়া প্রভাব দেশীয় পুঁজিবাজারের দরপতনের কারণ হতে পারে। কিন্তু এদিকে বিশ্ব পুঁজিবাজার এ প্রভাব কাটিয়ে উঠলেও দেশীয় পুঁজিবাজারে সেই প্রভাব এখনো বিদ্যমান। মার্কেট প্যানিকের মধ্যে দিয়ে যাচ্ছে পুঁজিবাজার।
অপরদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অভাবও বাজারে দৃশ্যমাণ। গত সপ্তাহের দরপতনের পর বাজারে নেই কোনো নতুন বিনিয়োগকারী। সূচকের টানা পতনে অনেকেই পুঁজিবাজারে বিনিয়োগ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখছেন।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৯১৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৩৩ কোটি ৯৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৫০ কোটি ২৮ লাখ টাকার।
আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৭৬ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক ৪৭ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩০ পয়েন্ট কমেছে।
রোববার ডিএসইতে মোট ৩৭৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০টির, দর কমেছে ৩৬৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির।
অপরদিকে, বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ৫০৬ পয়েন্ট কমেছে। সিএসইতে আজ ৩৩ কোটি ৫৩ লাখ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/এমআর