নায়ক ফারুকের আসনে মনোনয়ন কিনলেন ফেরদৌস

- আপডেট: ০৫:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- / ১০৪২৮ বার দেখা হয়েছে
নায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন চিত্রনায়ক ফেরদৌস। সোমবার ধানমণ্ডির আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন ‘হঠাৎ বৃষ্টি’-খ্যাত এই নায়ক।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিত্রনায়ক ফারুক মারা যান। তার মৃত্যুতে আসনটি শূণ্য হয়ে পড়ে। এরপর থেকেই ওই আসনে নির্বাচনের প্রার্থী হতে ইতিমধ্যে অনেকেই আগ্রহ প্রকাশ করে আসছেন। তারকাদের অনেকে নায়ক ফেরদৌসের নাম প্রস্তাব করেন। এরমধ্যেই উপনির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন তিনি।
আরও পড়ুন: তাকদীরের তেলেগু রিমেক আসছে
নায়ক ফেরদৌস এতদিন রাজনৈতিক ব্যানারে নানামূখী কাজ করে এলেও এবার সরাসরি যুক্ত হতে যাচ্ছেন রাজনীতিতে।
দুই দশকের অভিনয় ক্যারিয়ারে ফেরদৌস দুই বাংলায় উপহার দিয়েছেন বহু ব্যবসা সফল সিনেমা। তিনি দীর্ঘদিন ধরে বনানী ডিওএইচএস এলাকায় বসবাস করছেন। আর ঢাকা-১৭ সংসদীয় আসন গঠিত হয়েছে (গুলশান-বনানী ক্যান্টনমেন্ট) এলাকা নিয়ে।আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন
ঢাকা/এসএম