এলপিজির নতুন মূল্য নির্ধারণ আজ

- আপডেট: ১০:৪০:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
- / ১০৪১৪ বার দেখা হয়েছে
ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণের ঘোষণা হবে আজ। সোমবার (৩ জুলাই) দুপুর আড়াইটায় নতুন দর ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আমদানিকৃত পণ্যটির মূল্য নির্ধারণের কাজ করে থাকে সংস্থাটি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর আগে জুন মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৩৫ টাকা থেকে ১৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
ঘোষণায় বলা হয়েছিল, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৮৯ টাকা ৪৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় বেসরকারিভাবে সরবরাহকৃত এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৮৬ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: সুনামগঞ্জের বানভাসী মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটছে
এছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৫০ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়।
ঢাকা/এসএ