আফগানিস্তানের স্পিন অ্যাটাক বিশ্বসেরা: নিক পোথাস

- আপডেট: ০৫:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- / ১০৩৮০ বার দেখা হয়েছে
ভারত, ইংল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর একমাত্র টেস্টে আফগানিস্তানকেও উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। হঠাৎ করেই ছন্দ হারাল টাইগাররা। গুমোট পরিবেশ বিরাজ করছে ক্রিকেটারদের মাঝে। এরই মধ্যে চলছে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর প্রস্তুতি। তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোনো রকম দ্বিধা ছাড়াই পোথাস মানছেন, বাংলাদেশের চেয়েও ভালো বোলিং লাইনআপ আফগানিস্তানের। তিনি বলেন, ‘সত্যি বলতে বর্তমানে বিশ্বের সেরা স্পিন অ্যাটাক আফগানিস্তানের। তাদের তিন স্পিনার সাদা বলের ক্রিকেটে অনেক ম্যাচ খেলে।
এখন সারা বিশ্বেই খেলে বেড়াচ্ছে। তাদের মতো খেলোয়াড় থাকা একজন অধিনায়কের স্বপ্ন। তবে এই চ্যালেঞ্জ নেওয়াটা আমাদের জন্য সুবিধার। কারণ এটা আমাদের আরো ভালো করে তুলবে। এই লেভেলের স্পিন মোকাবেলা করার পর আপনি যে কাউকে মোকাবেলা করতে পারবেন।’
আরও পড়ুন: বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশ ঘোষণা
সিরিজ হারলেও ইতিবাচক দিক খুঁজলেন পোথাস। তিনি বলেন, ‘বিশ্বের আর কোনো দলেই এই মানের ৩ স্পিনার নেই। তাই বলব এই প্রস্তুতিটা আমাদের জন্য খুবই উপকারী। র্যাংকিংয়ে তারা কত সেটা বড় বিষয় নয়।
তবে তাদের কোয়ালিটির দিকটা দেখুন, আমি মনে করি বিশ্বের সেরা স্পিনারদের মধ্যে এই তিনজন আছে। আমরা এটাকে খুবই ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি।’
ঢাকা/এসএ