ইন্টারন্যাশনাল লিজিংয়ের লোকসান বেড়েছে ৩১ শতাংশ

- আপডেট: ১০:৩৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- / ১০৪১৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আর্থিক খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৩১ শতাংশ।
সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (EPS) হয়েছে ২ টাকা ৭৬ পয়সা। গত বছর একই সময়ে ২ টাকা ১১ পয়সা লোকসান হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৬৫ পয়সা বা ৩১ শতাংশ।
আরও পড়ুন: এশিয়া ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড অনুমোদন
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ঋণাত্মক ১৬৫ টাকা।
ঢাকা/এসএ