তিন খাতে ভর করে বেড়েছে লেনদেন

- আপডেট: ০৩:৩৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- / ১০৪৩১ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০২ আগষ্ট) প্রধান মূল্য সূচকের উত্থানে লেনদেন বেড়েছে। আজ ডিএসইতে ৬৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনের ৫৪.৭৯ শতাংশই তিন খাতের। এদিন মূলত তিন খাতে ভর করে বেড়েছে লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বাড়লেও কমেছে লেনদেন। ডিএসই, সিএসই ও আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, বুধবার ডিএসইর লেনদেন বাড়ায় সবচেয়ে বেশি অবদান বীমা খাতের। ডিএসইর মোট লেনদেনের ৩০.৫ শতাংশ বা ১২০ কোটি ৫১ লাখ টাকা লেনদেন হয়েছে এই খাতে।
দ্বিতীয় স্থানে রয়েছে খাদ্য ও আনুষাঙ্গিক খাত। ডিএসইর মোট লেনদেনের ১৪.৫২ শতাংশ বা ৮২ কোটি ৮৮ লাখ টাকা লেনদেন হয়েছে এই খাতে।
এর পরের স্থানে রয়েছে ওষধ ও রসায়ন খাত। ডিএসইর মোট লেনদেনের ৯.৭৭ শতাংশ বা ৫৫ কোটি ৭৪ লাখ টাকা লেনদেন হয়েছে এই খাতে।
আজ ডিএসইতে মোট ৬৩৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৯২ কোটি ৬৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৪৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৬০ পয়েন্টে।
আরও পড়ুন: লেনদেনের শীর্ষে জেএমআই হসপিটাল
আজ ডিএসইতে ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২১ পয়েন্টে। এদিন সিএসইতে ৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৩৯ লাখ টাকা কম। গত কার্যদিবসে সিএসইতে ৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ১৬৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৫টি, কমেছে ৪৭টি এবং অপরিবর্তিত ছিল ৬৭টির।
ঢাকা/এসএ