সপ্তাহজুড়ে লুজারের শীর্ষে এমারেন্ড ওয়েল

- আপডেট: ০১:১৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ১০৩৩৪ বার দেখা হয়েছে
সদ্য সমাপ্ত সপ্তাহে (০১ থেকে ০৫ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লুজারের শীর্ষে উঠে এসেছে এমারেন্ড ওয়েল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৪০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টির দর বেড়েছে, ১২০টির দর কমেছে, ২০৫টির দর অপরিবর্তিত ছিল এবং ৪১টির লেনদেন হয়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে এমারেন্ড ওয়েলের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৮.৭৯ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাপেক্স ফুডের ১৪.০৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ১১.৫৩ শতাংশ, ইমাম বাটনের ১০.৬৮ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ১০.১৭ শতাংশ, আলিফ ইন্ডাষ্ট্রিজের ৯.৯১ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্সের ৯.৬২ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৯.১২ শতাংশ, রংপুর ডেইরির ৮.৮৯ শতাংশ এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৮.৭৮ শতাংশ শেয়ারদর কমেছে।
ঢাকা/এসএ