সাবেক মন্ত্রী ফখরুল মুন্সি আর নেই

- আপডেট: ১২:৩৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / ১০৪০৭ বার দেখা হয়েছে
কুমিল্লার দেবিদ্বারের কৃতী সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, সাবেক অর্থ উপমন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান, এপি গ্রুপের চেয়ারম্যান এএফএম ফখরুল ইসলাম মুন্সি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি কুমিল্লা-৪ দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বাবা। এর আগে গত ৯ অক্টোবর তিনি ব্রেনস্টোক করায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফসাপোর্টে নেওয়া হয়েছিল।
শনিবার (২১ অক্টোবর) ভোর ৪টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন: বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তিনি স্ত্রী রাকিবা বানু, দুই ছেলে রাকিব মোহাম্মদ ফখরুল ও রাজী মোহাম্মদ ফখরুলসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উদার মনের পরিচ্ছন্ন রাজনীতিবিদ ফখরুল মুন্সির মৃত্যুতে দেবিদ্বারে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারসহ জেলার বহু রাজনৈতিক নেতৃবৃন্দ।
ঢাকা/এসএম