ইসরায়েলি ট্যাংকারে হুতিদের হামলা

- আপডেট: ০৪:১৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
- / ১০৪৪১ বার দেখা হয়েছে
ইসরায়েলের জন্য নিয়ে যাওয়া একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করে হুতি। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করেছে।
ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে একদিন আগেই জাহাজটি হামলার শিকার হয়। হামলার শিকার এই ট্যাঙ্কারটি নরওয়ের পতাকাবাহী বলে জানা গেছে। খবর রয়টার্সের।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
হামলার দায় স্বীকার করে হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহইয়াহ সেরি বলেন, ইয়েমেনের নৌবাহিনী নরওয়ের একটি জাহাজে সফল অভিযান পরিচালনা করেছে। ওই জাহাজটিতে ইসরায়েলের জন্য জ্বালানি তেল নিয়ে যাওয়া হচ্ছিল।
হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটিতে আগুন ধরে যায় ও ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।
এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, লোহিত সাগর এবং এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব আল-মান্দেব প্রণালী থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল (১১১ কিলোমিটার) উত্তরে স্ট্রিনডা নামের ওই ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটে।
দ্বিতীয় এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলার শিকার হলেও কয়েক ঘণ্টার মধ্যেই স্ট্রিনডা নামের ট্যাঙ্কারটি সেখান থেকে চলে যেতে সক্ষম হয়।
এদিকে হামলার পর জাহাজটির নরওয়েজিয়ান মালিক মউইনকেল কেমিক্যাল ট্যাঙ্কার্স এবং ম্যানেজার হ্যানসা ট্যাঙ্কার অফিসের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি।
আরও পড়ুন: ইতালিতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ হামলায় ১৮ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় ইসরায়েলের হামলার জবাব দিতে পাল্টা হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তারা লোহিত সাগর এবং ওই সাগরের বাব আল-মান্দেব প্রণালীতে ইসরায়েলি-সংযুক্ত বেশ কয়েকটি জাহাজে হামলা চালানোর পাশাপাশি জব্দও করেছে। এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের বেশিরভাগ তেলবাহী জাহাজ যাতায়াত করে থাকে। এছাড়া হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন নিক্ষেপ করেছে হুথিরা।
শিপট্র্যাকিং প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র হামলার শিকার স্ট্রিনডা জাহাজটি মালয়েশিয়ায় উদ্ভিজ্জ তেল ও জৈব জ্বালানি লোড করে ইতালির ভেনিসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে ইসরায়েলের সঙ্গে এই জাহাজটির কোনো সম্পর্ক আছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা/কেএ