০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

৪ মার্চ ‘টাকা দিবস’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪০:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
  • / ১০৪১২ বার দেখা হয়েছে

নিজস্ব নোট ও মুদ্রা একটি স্বাধীন দেশের সার্বভৌমের প্রতীক। টাকার ব্যবহারে সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ৪ মার্চ ‘টাকা দিবস’ উদযাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের প্রথম ও একমাত্র ব্যাংকনোট এবং মুদ্রা বিষয়ক তথ্য ও গবেষণাধর্মী পত্রিকা ‘কালেক্টার’। যুদ্ধ-বিধ্বস্ত সদ্য স্বাধীন দেশে স্বল্পতম সময়ের মধ্যে কাগজি টাকার প্রচলন শুরুর মাধ্যমে বিজয় মুকুটের উজ্জ্বল পালকটি যুক্ত হয় ১৯৭২ সালের ৪ মার্চ।

দিবসটি উপলক্ষে আগামী ৪ ও ৫ মার্চ দুই দিনব্যাপী সংগ্রাহক মহাসমাবেশের আয়োজন করবে কালেক্টার পরিবার। ৬৮, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্মগেটে এই সমাবেশ হবে।

এক ও একশ টাকার নোট প্রচলনের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশে প্রথম নিজস্ব কাগজি মুদ্রা চালু ১৯৭২ সালের ৪ মার্চ। বাংলাদেশের মানচিত্রখচিত ছিল সেই নোটটিতে। এ নোট ছাপা হয় ইন্ডিয়ান সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে। এর নকশার দায়িত্বও দেওয়া হয় ভারতের এই প্রেসটিকে।

ঢাকার চারুকলা থেকে পাস করা শিল্পী কাজী গোলাম মুস্তাফা (কে জি মুস্তাফা) প্রথম স্থানীয় হিসেবে টাকার নকশা করেছিলেন। তবে ওই মুদ্রাগুলো প্রচলনে আসে ১৯৭২ সালের ২ জুন। ৭৮ বছর বয়সী কে জি মুস্তাফা ‘কালেক্টার’ পত্রিকার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

আরও পড়ুন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

৪ মার্চ ‘টাকা দিবস’

আপডেট: ০৪:৪০:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১

নিজস্ব নোট ও মুদ্রা একটি স্বাধীন দেশের সার্বভৌমের প্রতীক। টাকার ব্যবহারে সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ৪ মার্চ ‘টাকা দিবস’ উদযাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের প্রথম ও একমাত্র ব্যাংকনোট এবং মুদ্রা বিষয়ক তথ্য ও গবেষণাধর্মী পত্রিকা ‘কালেক্টার’। যুদ্ধ-বিধ্বস্ত সদ্য স্বাধীন দেশে স্বল্পতম সময়ের মধ্যে কাগজি টাকার প্রচলন শুরুর মাধ্যমে বিজয় মুকুটের উজ্জ্বল পালকটি যুক্ত হয় ১৯৭২ সালের ৪ মার্চ।

দিবসটি উপলক্ষে আগামী ৪ ও ৫ মার্চ দুই দিনব্যাপী সংগ্রাহক মহাসমাবেশের আয়োজন করবে কালেক্টার পরিবার। ৬৮, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্মগেটে এই সমাবেশ হবে।

এক ও একশ টাকার নোট প্রচলনের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশে প্রথম নিজস্ব কাগজি মুদ্রা চালু ১৯৭২ সালের ৪ মার্চ। বাংলাদেশের মানচিত্রখচিত ছিল সেই নোটটিতে। এ নোট ছাপা হয় ইন্ডিয়ান সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে। এর নকশার দায়িত্বও দেওয়া হয় ভারতের এই প্রেসটিকে।

ঢাকার চারুকলা থেকে পাস করা শিল্পী কাজী গোলাম মুস্তাফা (কে জি মুস্তাফা) প্রথম স্থানীয় হিসেবে টাকার নকশা করেছিলেন। তবে ওই মুদ্রাগুলো প্রচলনে আসে ১৯৭২ সালের ২ জুন। ৭৮ বছর বয়সী কে জি মুস্তাফা ‘কালেক্টার’ পত্রিকার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

আরও পড়ুন: