ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ফ্লোরপ্রাইস উঠছে আজ

- আপডেট: ১০:০০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
- / ১০৪১৮ বার দেখা হয়েছে
ফ্লোরপ্রাইসে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) ফ্লোরপ্রাইস আজ সোমবার (০৪ মার্চ) প্রত্যাহার কার্যকর হতে যাচ্ছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী শেয়ারের উপর তাদের নিজ নিজ রেকর্ড তারিখ পর্যন্ত ফ্লোরপ্রাইস থাকবে। রেকর্ড তারিখের পরদিন ফ্লোর ওঠে যাবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গত ৬ ফেব্রুয়ারি বিএসইসি ৬টি কোম্পানির শেয়ারের উপর থেকে ফ্লোরপ্রাইস তুলে নেওয়ার নির্দেশনা জারি করে। এর মধ্যে তিনটি কোম্পানির ফ্লোরপ্রাইস পরবর্তী কার্যদিবসেই উঠে যায়। অন্যদিকে বিএটিবিসিসহ তিনটি কোম্পানির ক্ষেত্রে নিজ নিজ রেকর্ড তারিখের পরদিন থেকে ফ্লোরপ্রাইস প্রত্যাহারের কথা বলা হয়।
আরও পড়ুন: বড় মূলধনী কোম্পানির চাপে পতনে পুঁজিবাজার
এদিকে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএটিবিসির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা এবং পরবর্তী বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময়সূচি চূড়ান্ত করা হয়। ওই এজিএমে অংশগ্রহণ ও লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে ৩ মার্চ রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী রেকর্ড তারিখের পরদিন তথা আজসোমবার (৪ মার্চ) থেকে কোম্পানিটির শেয়ারে ফ্লোরপ্রাইস থাকবে না।
ঢাকা/টিএ