রাজধানীতে পুলিশ বক্সে আগুন দিল অটোরিকশা চালকরা

- আপডেট: ০৬:৫৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / ১০৪২১ বার দেখা হয়েছে
রাজধানীর মিরপুরের কালশীতে বিক্ষোভ ও সড়ক অবরোধের পর ট্রাফিক পুলিশের বক্সে আগুন দিয়েছেন আন্দোলনরত অটোরিকশাচালকরা। আজ রোববার (১৯ মে) বিকেল ৪টার দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিষয়টি নিশ্চিত করেছে গণমাধ্যমকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান জানান, কালশীতে আন্দোলনকারীরা সহিংস আন্দোলন করছে। তারা কালশী মোড়ে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে।
উল্লেখ, সকাল থেকে মিরপুর-১০ এবং আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে রাজধানীতে অটোরিকশা চলাচলের নিষেধাজ্ঞা বাতিলের দাবি জানান চালকরা। পরে বিকেলে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ বাধে। ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের পর বিক্ষোভকারীরা সরে যান। এরইমধ্যে দুপুর সোয়া ১টার দিকে অটোরিকশাচালকরা কালশী সড়কে যান চলাচল বন্ধ করে দেন। একপর্যায়ে পুলিশ বক্সেও আগুন দেন আন্দোলনকারীরা।
প্রসঙ্গত, গত ১৫ মে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলতে না দেওয়ার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা/এসএইচ