০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, ২২ জনের মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
  • / ১০৩৬১ বার দেখা হয়েছে

দক্ষিণ কোরিয়ার একটি লিথিয়াম ব্যাটারি কারখানায় বিস্ফোরণে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন দমকল কর্মকর্তারা। উদ্ধার অভিযান চলছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে সিউলের দক্ষিণে অবস্থিত হোয়াসেওং এলাকায় আরিসেল নামের ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পর এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা জানাতে পারেননি কর্মকর্তারা।

আরও পড়ুন: রাশিয়ায় সন্ত্রাসী হামলায় ১৫ পুলিশসহ নিহত ২১

স্থানীয় দমকল কর্মকর্তা কিম জিন-ইয়ং জানান, গুদামে ৩৫ হাজার ইউনিট ব্যাটারি রাখা ছিল। সেখানে বিস্ফোরণের পর কারখানায় আগুন ধরে যায়।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা বলেছেন, প্রত্যক্ষদর্শীরা কারখানায় আগুন লাগার সময় দ্বিতীয় ফ্লোরে সিরিজ বিস্ফোরণের শব্দ শুনেছেন।

২০২০ সালে স্থাপিত আরিসেল সেন্সর ও রেডিও যোগাযোগ ডিভাইসের জন্য লিথিয়াম ব্যাটারি উৎপাদন করে। প্রতিষ্ঠানে ৪৮ জন কর্মী রয়েছেন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, ২২ জনের মৃত্যু

আপডেট: ০৬:০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪

দক্ষিণ কোরিয়ার একটি লিথিয়াম ব্যাটারি কারখানায় বিস্ফোরণে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন দমকল কর্মকর্তারা। উদ্ধার অভিযান চলছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে সিউলের দক্ষিণে অবস্থিত হোয়াসেওং এলাকায় আরিসেল নামের ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পর এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা জানাতে পারেননি কর্মকর্তারা।

আরও পড়ুন: রাশিয়ায় সন্ত্রাসী হামলায় ১৫ পুলিশসহ নিহত ২১

স্থানীয় দমকল কর্মকর্তা কিম জিন-ইয়ং জানান, গুদামে ৩৫ হাজার ইউনিট ব্যাটারি রাখা ছিল। সেখানে বিস্ফোরণের পর কারখানায় আগুন ধরে যায়।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা বলেছেন, প্রত্যক্ষদর্শীরা কারখানায় আগুন লাগার সময় দ্বিতীয় ফ্লোরে সিরিজ বিস্ফোরণের শব্দ শুনেছেন।

২০২০ সালে স্থাপিত আরিসেল সেন্সর ও রেডিও যোগাযোগ ডিভাইসের জন্য লিথিয়াম ব্যাটারি উৎপাদন করে। প্রতিষ্ঠানে ৪৮ জন কর্মী রয়েছেন।

ঢাকা/এসএইচ