সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন

- আপডেট: ০৩:৩৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
- / ১০৪১৪ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬ জুলাই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। একই সাথে অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতনের পাশাপাশি আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমান কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৮২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৮৩ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৫৬ পয়েন্ট কমে ১ হাজার ২০১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬১ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন: ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
আজ ডিএসইতে ৫৬৪ কোটি ৪১ লাখ ৮২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৬২ কোটি ২৪ লাখ ৬৩ হজার টাকা।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২১টি কোম্পানির, বিপরীতে ২২১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
ঢাকা/এসএইচ